AI 171, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রিপোর্টে ‘পাইলটের ক্রুটি’-এর বর্ণনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়ে হওয়া একটি জনস্বার্থ মামলার জবাবে পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, এ ভাবে প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে পাইলটদের দোষ দেওয়া ‘দায়িত্বজ্ঞানহীন এবং দুর্ভাগ্যজনক’ কাজ।
শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চে এদিন ছিল শুনানি। এ দিন আদালত প্রশ্ন তোলে,‘যদি আগামীকাল কেউ দায়িত্বজ্ঞানহীনভাবে বলে যে পাইলট A বা B দোষী ছিলেন, তাহলে পরিবারকে কষ্ট পেতে হবে। তাদের দিকে আঙুল উঠবে। যদি চূড়ান্ত তদন্ত রিপোর্টে পরে তাঁদের কোনও দোষ না পাওয়া যায় তাহলে কী হবে?’ এ বিষয়ে কেন্দ্র এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে নোটিস পাঠিয়ে মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার ১২ সেকেন্ডের মধ্যেই গুজরাটের মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজ হস্টেলের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনায় হারিয়েছেন ২৪১ জন বিমানযাত্রী ও ক্রু-সহ মোট ২৬০ জন।
বিস্তারিত আসছে...