• গার্ডেনরিচে শুটআউটে মৃত্যু যুবকের? প্রবল চাঞ্চল্য এলাকায়
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • রবিবার চারু মার্কেট এলাকায় একটি জিমে গুলি চলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার ফের শহরে শুটআউট। এ দিন গার্ডেনরিচে গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী।

    সূত্রের খবর, এ দিন সকাল পৌনে দশটা নাগাদ পশ্চিম বন্দর থানা এলাকার হুগলি জুটমিলের কাছে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই যুবকের দেহের পাশ থেকেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এখনও মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ।

    মহালয়ার সকালে কলকাতায় চারু মার্কেট এলাকায় একটি জিমে ঢুকে দু’রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীরা রেনকোট এবং হেলমেট পরেছিল। যদিও কারও গায়ে গুলি লাগেনি। কিন্তু পুজোর মুখে খাস কলকাতায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শহরের নিরাপত্তা ব্যবস্থার উপরে উঠছিল প্রশ্ন। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে চারু মার্কেট থানার পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গার্ডেনরিচে নতুন করে যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে।

  • Link to this news (এই সময়)