• ইকো পার্ক থানা এলাকায় রাস্তায় পড়ে যুবকের নিথর দেহ, মারধরে মৃত্যু? তদন্তে পুলিশ
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ইকো পার্ক থানা এলাকায় ১১ নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তায় অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। সোমবার সকালে নিউ টাউনে স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই যুবককে রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। পরে চিকিৎসক ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    কী ভাবে মৃত্যু হলো ওই যুবকের? তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের অদূরেই শ্রমিকদের থাকার জন্য একটি আবাসন ছিল। গত কয়েকদিন ধরেই সেখানে মোবাইল ফোন, টাকা চুরি যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। বর্ধমান থেকে নিউ টাউনে কাজ করতে আসা একাধিক শ্রমিক এই অভিযোগে সরব হয়েছিলেন।

    ওই মৃত যুবকটির সঙ্গে সেই চুরির ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে মারধর করা হয়েছিল কি না, তা যাচাই করছেন তদন্তকারীরা। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার কারণে সম্ভবত মৃত্যু হয়েছে ওই যুবকের। তাঁর মাথায় আঘাত লেগেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইকো পার্ক থানার পুলিশ জানাচ্ছে, এখনও যুবকটির নাম বা পরিচয় জানা যায়নি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)