• সোনার দোকানে ঢুকে পর পর গুলি, তমলুক শহরে ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতি
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর মুখে পূর্ব মেদিনীপুরের তমলুকে দুঃসাহসিক ডাকাতি। সোমবার দিনে দুপুরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে তমলুকের নেতাজিনগর বাজারে। সোনা ও নগদ মিলিয়ে প্রায় ৫০ লক্ষ লুট করা হয়েছে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে এমনটাই। 

    দোকানে উপস্থিত ব্যক্তিদের দাবি, এ দিন দুপুরে তমলুকের নেতাজিনগর বাজারে অবস্থিত সোনার দোকানে মুখে কালো কাপড় বেঁধে প্রবেশ করে দুষ্কৃতীদের দলটি। তাদের হাতে ছিল বন্দুকও। দোকানের মালিক, কর্মী-সহ প্রত্যেককে ভয় দেখানো হয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে। এর পরে দোকানে দেদার লুট চালানো হয়। শুধু সোনা নয়, নগদ টাকাও চুরি করা হয়। এর পরে সেখান থেকে চম্পট দেয় ডাকাতরা। দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময়ে কেউ যাতে তাদের পিছু না নেয়, সেই জন্য ভয় দেখাতে শূন্যে গুলিও ছোড়া হয়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে তমলুকের নেতাজিনগর বাজার এলাকায়। 

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক ও কোলাঘাট থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিন দুষ্কৃতী হেঁটে দোকানে প্রবেশ করেছিল। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তমলুকের এসডিপিও আফজাল আবরার বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ হলে বোঝা যাবে কত টাকার গয়না খোয়া গিয়েছে।’

  • Link to this news (এই সময়)