• ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ব়্যাগিং! মদ্যপান-বারের বিল পরিশোধ করতে ভয়ঙ্কর চাপ, শেষমেষ আত্মঘাতী পড়ুয়া
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ব়্যাগিংয়ে জেরে কলেজ হস্টেলে ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। হায়দ্রাবাদের সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয় ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং ছাত্র যাদব সাই তেজার ঝুলন্ত দেহ। হস্টেলের আবাসিক উঁচু ক্লাসের পড়ুয়াদের মারধর, মানসিক হয়রানি, দাদাগিরু সহ্য করতে না পেরেই সে চরম পথ বেছে নিয়েছে বলে নিজের করা শেষ ভিডিতে জানিয়েছে পড়ুয়াটি। পুলিশ র‍্যাগিং এবং আত্মহত্যা-  উভয়েরই তদন্ত শুরু করেছে।

    মৃত ছাত্র যাদব সাই তেজা ওই ভিডিও বার্তায় মৃত্যুর আগে বলেছে যে, "আমি কলেজে যাচ্ছিলাম। তখনই চার-পাঁচজন ছেলে এসে আমাকে হুমকি দিয়েছিল। তারা এসে টাকা দাবি করছিল। ওরা আমাকেও মারছে, আর আমি খুব ভয় পাচ্ছি। ওরা আমার কাছে এসে টাকা চাইছে, আর ওরা আমাকে মারছে। আমার কী করা উচিত? আমি মরতে যাচ্ছি। দয়া করে আমাকে বাঁচান।"

    ভিডিও-তে কথা বলার সময় তেজার চোখে-মুখে ভয়-ভীতি লক্ষ্য করা গিয়েছে। ফলে প্রাণভিক্ষার আকুতি জানিয়েছিলেন তিনি। 

    এই মর্মান্তিক ঘটনায় সাই তেজার পরিবারের আইনজীবী কিশোর অভিযোগ করেছেন যে, সাই তেজাকে একটি বারে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে কলেজের সিনিয়ররা তাঁকে মদ্যপান করতে এবং প্রায় ১০,০০০ টাকার বিল পরিশোধ করতে বাধ্য করেছিল। চাপ এবং চাপ সহ্য করতে না পেরে, সাই তেজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    ছেলের মৃত্যুর খবর পেয়ে রাতারাতি প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে সাই তেজার পরিবার এবং আইনজীবী কিশোর তার হায়দ্রাবাদের সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে পৌঁছন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাটি তদন্ত শুরু করেছে।
  • Link to this news (আজকাল)