• বিহারের ভোট এবার তিন পর্যায়ে, হবে ৫-১৫ নভেম্বরের মধ্যে, খবর সূত্রের
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা ভোট নিয়ে উত্তেজনা চরমে, সৌজন্যে এসআইআর। চলছে প্রচার। এসবের মধ্যেই সূত্র মারফৎ ইন্ডিয়া টুডে টিভি জানতে পেরেছে যে, বিহারে ভোট হবে ছট পুজোর (২৮ অক্টোবর) পরেই। ভোট হতে পারে ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে। তিন দফায় বিধানসভা ভোট হতে পারে।

    বিহারে বর্তমান বিধানসভার মেয়াদ চলতি বছর ২২ নভেম্বরে শেষ হচ্ছে। নির্বাচন কমিশনকে সেই তারিখের আগেই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

    সূত্র আরও জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী সপ্তাহে নির্বাচনমুখী বিহারে যাবেন। নির্বাচনের প্রস্তুতির সঙ্গেই আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবেন।

    উল্লেখ্য, কমিশন পরিচালিত এসআইআর নিয়ে সম্প্রতি বিহারে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। যার ফলে খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে।

    এসআইআর-এর জন্য বিরোধী ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনকে নিশানা করেছে। বিরোধী জোটের অভিযোগ, বিরোধীদের অনুগামী প্রকৃত ভোটারদের নাম বাতিল করার জন্যই এই প্রক্রিয়াটি কার্যকর করা হয়েছে। এদিকে, সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছে যে- ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও যদি কোনও গড়মিল পাওয়া যায় তবে তারা পুরো প্রক্রিয়াটি বাতিল করবে।

    অতীতের রীতি অনুসারে, বিহারে আবারও একাধিক পর্যায়ে ভোটগ্রহণ হতে পারে। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচন তিনটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। করোনার আবহে ২০২০ সালের ২৮ অক্টোবর ৭১টি আসনে, ৩ নভেম্বর ৯৪টি আসনে এবং ৭ নভেম্বর ৭৮টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ফলাফল ঘোষণা করা হয়েছিল ১০ নভেম্বর। 

    তার আগে ২০১৫ সালে, পাঁচ পর্যায়ে বিহারে ভোটগ্রহণ হয়েছিল।

    এই বছরের লড়াই আবারও ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এবং বিরোধী দলের ইন্ডিয়া জোটের মধ্যে হবে। বিজেপি, জনতা দল (ইউনাইটেড) এবং লোক জনশক্তি পার্টি (রামবিলাস) নিয়ে গঠিত এনডিএ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে আরও একটি মেয়াদের জন্য কুর্সি দখলের অপেক্ষায়। আরজেডি-এর নেতৃত্বে বিরোধী শিবির, কংগ্রেস এবং বাম দলগুলিও ক্ষমতা পেতে মরিয়া। তবে দুই জোটেই আসন রফা নিয়ে টানাপোড়েন রয়েছে।

    ২৪৩ সদস্যের বিহার বিধানসভায়, এনডিএ-র আসন সংখ্যা বর্তমানে ১৩১। একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির কাছে রয়েছে ৮০টি আসন। এছাড়া শাসক জোটে থাকা জেডি(ইউ)-এর ৪৫, হিন্দুস্তানি আওয়াম মোর্চা-র (ধর্মনিরপেক্ষ) ৪টি আসন। ২ জন নির্দলের সমর্থন রয়েছে শাসকের দিকে। ইন্ডিয়া জোটের ১১১ জন বিধায়ক রয়েছে, যার মধ্যে আরজেডি ৭৭, কংগ্রেস ১৯, সিপিআই(এমএল) ১১, সিপিআই(এম) ২ এবং সিপিআই ২।
  • Link to this news (আজকাল)