• পরচুলা পরে বিয়ের পিঁড়িতে বসলেন বর, ঝুঁকতেই টোপর খুলে বেরিয়ে গেল টাক! তারপরেই ঘটল সেই ভয়াবহ কাণ্ড!  ভাইরাল ভিডিওতে শোরগোল...
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারে এক অভিনব ঘটনাকে ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে। গয়া জেলার বাজাউরা গ্রামে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু বিয়ের আসরে পৌঁছেই এমন কাণ্ড ঘটল যে, শেষ পর্যন্ত মারধর, গালিগালাজ থেকে শুরু করে প্রকাশ্যে অপমানের মুখে পড়তে হল ওই বরকে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মাথায় টাক থাকার কারণে বিয়ের জন্য পরচুলার সাহায্য নিয়েছিলেন। শুধু তাই নয়, পরিপাটি সাজগোজ করে মাথায় টোপরও পরে নেন তিনি। প্রথমে কারও কিছু বুঝতে না দিলেও, কনের পরিবারের পক্ষ থেকে কয়েকজন হঠাৎই টের পেয়ে যান বরের মাথায় আসল চুল নেই। এর পরই শুরু হয় অশান্তি।

    ভিডিওতে দেখা গেছে, বরের মাথা থেকে টোপর খুলে টেনে নামিয়ে দেওয়া হয় পরচুলা। মুহূর্তেই চারপাশে হইচই পড়ে যায়। উপস্থিত আত্মীয়স্বজনেরা কেউ চড়, কেউ কিল-ঘুষি তো কেউ আবার লাঠি নিয়েও বরের ওপর চড়াও হন। এমনকি, ভিডিওতে দেখা যায় ভয়ে সন্ত্রস্ত হয়ে বর হাতজোড় করে আত্মীয়দের কাছে ক্ষমা চাইছেন, অনুরোধ করছেন তাঁকে ক্ষমা করে দিতে। কিন্তু কেউ তাঁর কথা শুনতে নারাজ। বরকে বসে থাকতে দেখা যায় দুহাতে শক্ত করে পরচুলা আঁকড়ে ধরে।

    ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তবে এই ভিডিওর সত্যতা এখনও স্বতন্ত্রভাবে যাচাই হয়নি। জানা গেছে, ওই ব্যক্তি গয়া জেলার বাসিন্দা এবং বিয়ের উদ্দেশ্যে বাজাউরা গ্রামে গিয়েছিলেন। কিন্তু কনের পরিবার প্রতারণার অভিযোগ তুলেই তাঁকে বিয়ে থেকে সরিয়ে দেয়।

    ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই লিখছেন, মাথায় চুল না থাকলেই বা কী, এটি কোনো বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হওয়া উচিত নয়। বরং সত্যি গোপন করাটাই মূল সমস্যা। কেউ মন্তব্য করেছেন, “এটা প্রতারণা, সব সত্যি আগে জানানো উচিত ছিল।” অন্যদিকে কেউ কেউ বলছেন, “এইভাবে প্রকাশ্যে হেনস্থা করা একেবারেই ঠিক হয়নি, এটি একেবারেই ব্যক্তিগত ব্যাপার।”

    ঘটনাটিকে কেন্দ্র করে যেমন সমালোচনা হচ্ছে, তেমনই সমবেদনার সুরও শোনা যাচ্ছে। অনেকের মতে, জীবনের সঙ্গী হয়ে যদি পাশে দাঁড়াতে হয় তবে সবকিছু জেনেই তা হওয়া উচিত। বাহ্যিক সৌন্দর্যের কারণে নয়, বরং সত্যিকার সম্পর্ক ও আস্থাই বিয়ের মূল ভিত্তি হওয়া উচিত।
  • Link to this news (আজকাল)