সিগারেট, প্রাইভেট জেট, রেসিং কার, জিএসটি সংস্কারে দাম বাড়ছে কোন কোন দ্রব্যের? রইল তালিকা...
আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নয়া জিএসটি ব্যবস্থায় বহু দ্রব্যের উপর থেকেই কমে যাচ্ছে জিএসটি। সস্তা হচ্ছে বহু দ্রব্য। নয়া ব্যবস্থায় বেশকিছু দ্রব্যের উপর জিএসটির হার বাড়ছেও। জিএসটি সংস্কারে দাম বাড়ছে কোন কোন দ্রব্যের?
তামাক এবং ক্ষতিকারক পণ্য- পান মশলা, গুটখা, চিবনো তামাক এবং সিগারেটের দাম বাড়বে নয়া কর কাঠামোয়। নয়া কর ব্যবস্থায় এইসব দ্রব্যের উপর ২৮% থেকে বাড়িয়ে ৪০% জিএসটি প্রযোজ্য হচ্ছে। কার্বনেটেড কোমল পানীয়, ক্যাফিনেটেড পানীয় এবং ফল-ভিত্তিক ফিজি পানীয়র ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
বিলাসবহুল পণ্য- ১২০০ সিসি/১৫০০ সিসি-র বেশি ইঞ্জিন বিশিষ্ট এসইউভি এবং বড় গাড়ি, ৩৫০ সিসি-র বেশি মোটরসাইকেল, ব্যক্তিগত বিমান এমনকি রিভলবার এবং পিস্তলের উপরও নয়া কর ব্যবস্থায় ৪০% জিএসটি প্রযোজ্য হবে।
মূল্যবৃদ্ধির তালিকায়- কয়লা, লিগনাইট এবং পিটের উপর ৫% এর পরিবর্তে ১৮% জিএসটি আরোপ করা হবে। ডিজেলের সঙ্গে মিশ্রিত নয় এমন বায়োডিজেলের উপর ১২% থেকে বৃদ্ধি পেয়ে ১৮% শতাংশর স্ল্যাব প্রযোজ্য হবে। ২,৫০০-এর বেশি প্রিমিয়াম পোশাক এবং টেক্সটাইল এবং উচ্চমূল্যের সুতির কুইল্টের উপরও ১৮% জিএসটি আরোপ করা হবে। আনকোটেড এবং ক্রাফ্ট পেপার সহ কিছু কাগজের পণ্যের উপর এখন ১৮% জিএসটি প্রযোজ্য হবে।
১৫ আগস্ট ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। জানিয়েছিলেন, সহজ হবে দেশের কর ব্যবস্থা। তার এক মাসের মাথায় জিএসটি কাউন্সিলের বৈঠকে ঠিক হয়ে যায়, চার স্তরের বদলে এবার থেকে দুই স্তরের কর কাঠামো ধার্য হবে দেশে। ২২ সেপ্টেম্বর, অর্থাৎ আজ থেকেই ধার্য হবে নয়া কর কাঠামো। গত আট বছর ধরে প্রচলিত ১২ এবং ২৮ শতাংশের জিএসটি করের দু'টি স্তর বাতিল করা হয়েছে। বেশিরভাগ পণ্যের উপরই পাঁচ ও ১৮ শতাংশ জিএসটি কার্যকর হয়েছে। ফলে উৎসবের মরসুমের শুরুতেই কিছুটা স্বস্তি দেশবাসীর। জিএসটি কমায় নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে। জিএসটি কর-হার সরলীকরণকে ১৫ অগাস্টের ভাষণে প্রধানমন্ত্রী 'দিপাবলীর উপহার' বলে অভিহিত করেছিলেন। রবিবার জাতির উদ্দেশে ভাষণে মোদি এই কর-ছাড়ার পদক্ষেপকে 'দ্বিগুণ দীপাবলি' হিসাবে ব্যাখ্যা করেছেন।
স্বাভাবিকভাবেই নয়া কর কাঠামোয় দাম কমছে বহু দ্রব্যের। তার মধ্যে তালিকায় যেমন দুধ-ঘি, আইসক্রিম তেমনই এসি মেশিনও। একইসঙ্গে উল্লেখ্য-
জীবন বিমা পলিসির উপর জিএসটি অব্যাহতি: সমস্ত ব্যক্তিগত জীবন বিমা পলিসি এখন জিএসটির আওতাবিহীন। এর মধ্যে রয়েছে মেয়াদী বিমা পরিকল্পনা, এনডাউমেন্ট পলিসি এবং ইউনিট-লিঙ্কড বিমা পরিকল্পনা (ULIP)। ব্যক্তিগত জীবন বিমা পলিসিগুলির পুনর্বিমাও অব্যাহতির আওতায় আনা হয়েছে।
স্বাস্থ্য বীমার উপর জিএসটি অব্যাহতি: পরিবার পরিকল্পনা এবং প্রবীণ নাগরিক-নির্দিষ্ট স্বাস্থ্য পলিসি-সহ ব্যক্তিগত স্বাস্থ্য বিমা পলিসিগুলিও এখন জিএসটি-র করসীমার বাইরে।
রুটি, পরোটা, পনির, পিৎজা রুটি, খাকড়াতে কোনও জিএসটি লাগবে না। এর আগে এইসব দ্রব্যের উপর পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব প্রযোজ্য ছিল।
একইসঙ্গে জানা গিয়েছে, মাখন, ঘি, পনির, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা এবং মিষ্টান্নর উপর এবার থেকে লাগু হবে ৫ শতাংশ কর স্ল্যাব, যা ১২-১৮% থেকে কমিয়ে আনা হয়েছে। বাদাম, পেস্তা এবং কাজু বাদামের মতো শুকনো ফল, খেজুর এবং সাইট্রাস ফলের উপরও ধার্য হবে পাঁচ শতাংশের কর-হার। জেলি, মাশুরুম, ভুজিয়া, নারকেলের জল-এসবের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে নেমে হচ্ছে পাঁচ শতাংশ।