বাংলা জুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস, পুজোর মুখেই নিম্নচাপের ভ্রুকুটি! ভেস্তে যাবে শারদ আনন্দ?...
আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উৎসবের শুরু, দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি। সপ্তাহের প্রথম দিন সোমবার ভোররাত থেকেই বৃষ্টি পড়ছে শহর কলকাতায়, একই অবস্থা জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আশঙ্কা বাড়ছে! পুজোর আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি?
দুর্গাপুজোর ঠিক মুখে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? ঝড়-বৃষ্টির পরিস্থিতি নিয়ে রইল আপডেট।
দুশ্চিন্তার নিম্নচাপ আশঙ্কা!আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি আগামী ২২ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর সেই ঘূর্ণাবর্তটির প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মুখে গভীর উদ্বেগের ঘনঘটা। নিম্নচাপের বৃষ্টিতে পুজোর আনন্দ পুরোপুরি ভেস্তে যেতে পারে। এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রভাব ফেলতে পারে। ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা উত্ত ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার?সোমবা ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে।পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাজ্যের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাঁকুড়াতে ভারী বর্ষণ হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনই উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম-বেশি বৃষ্টির দাপট চলবে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উত্তরঙ্গবাসীর জন্য খুশির খবর, পুজোয় বাংলার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে না।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?সোমবার সকাল থেকেই কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া জানিয়েছে, আজ দিনভর কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মহানগরীতে আগামিকালও বৃষ্টির দাপট দেখা যাবে। আগামীবুধবার পর্যন্ত কলকাতা শহরে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে।