• বহুতল আবাসনের নিচে বাগানে পড়ে তরুণীর দেহ, ট্যাংরার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ...
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার ট্যাংরায় ফের চাঞ্চল্যকর ঘটনা। একটি অভিজাত বহুতল আবাসন থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। স্থানীয়দের দাবি, তরুণী কিছুদিন আগেই পরিবারের সঙ্গে ওই আবাসনে এসেছিলেন। তবে পরে পরিবার সেখান থেকে চলে যায়। এদিন সকালে বহুতলের নিচের বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।

    দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বহুতলের উপর থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তরুণীর। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা নিয়ে এখনও ধন্দে রয়েছেন তদন্তকারীরা।

    পুলিশের আরও দাবি, তরুণী বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। কেন তিনি এমন পরিস্থিতিতে ভুগছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মাথার পিছনে গুরুতর আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে করছে না পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে ট্যাংরা থানার পুলিশ।

    বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।
  • Link to this news (আজকাল)