• মেছোগ্রামে মেলায় ঢুকে দু’জনকে পিষল ট্রাক
    দৈনিক স্টেটসম্যান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • রবিবার রাতে হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে মেছোগ্রামে বিশ্বকর্মা পুজোর মেলার মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মেলার শেষের দিকে দোকানপাট গুছানোর ব্যবসায়ীরা, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি মেলার মধ্যে ঢুকে পড়ে। লরিটি একাধিক দোকানে ধাক্কা দিয়ে চালিয়ে যায়, পিষে দেয় পথচারীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের, আহত কমপক্ষে আরও আট জন।

    প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মেলা প্রায় শেষ হয়ে এসেছিল, আর দোকানিরা তাদের দোকানপাট বন্ধ করতে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই লরিটি দ্রুত গতিতে এসে মেলার মধ্যে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন, এবং গুরুতর অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

    এই দুর্ঘটনার পরে পালিয়ে যায় লরির চালক। পুলিশ জানিয়েছে, তাঁরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চালকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। সূত্রের মতে, চালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন, এবং তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশের তদন্ত চলছে, এবং চালকের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা একযোগে প্রশাসনের কাছে সড়ক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)