উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম সিমেস্টারের শেষ পরীক্ষার দিনে হল প্রশ্ন বিভ্রাট। ২২ সেপ্টেম্বর সোমবার পরীক্ষার শেষ দিনে বায়োলজিক্যাল সায়েন্সেস, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা ছিল। বাকি দুটি বিষয়ের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা না দিলেও বায়োজলিক্যাল সায়েন্সেস, এর প্রশ্নপত্রে ভুল রয়েছে বলে অভিযোগ ওঠে। জানা গিয়েছে, দুটি প্রশ্নে ভুল ছিল। এ বিষয়ে সংসদ আশ্বাস দিয়েছে, পরীক্ষার্থী এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে তারা পুরো নম্বর পাবে। কিন্তু তার আগে খতিয়ে দেখতে হবে প্রশ্ন দুটি আদৌ ভুল ছিল কি না।
এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার্থীদের চিন্তা না করার পরামর্শ দিয়েছে। তিনি জানিয়েছেন, যে দুটি প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছে সেগুলি নিয়ে আগে যে শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করেছেন (মডারেটর) তাঁদের সঙ্গে কথা বলতে হবে। গোটা বিষয়টি তাঁদের থেকে স্পষ্ট হয়ে নিয়ে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারপর কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।
সত্যিই কোনও প্রশ্ন ভুল থাকলে পরীক্ষার্থীরা পুরো নম্বর পাবে। কিন্তু পরীক্ষার্থীকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা। ২২ তারিখ শেষ দিনে প্রশ্নপত্রে ভুল থাকায় সমস্যায় পড়েন বায়োলজিক্যাল সায়েন্সেসের পরীক্ষার্থীরা।