• মাঝ আকাশে হুলস্থুল, জোর করে ককপিটে প্রবেশের চেষ্টা এয়ার ইন্ডিয়ার যাত্রীর, তারপর…
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু থেকে বারাণসীগামী বিমানে এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে হুলস্থুল। নির্বিঘ্নেই বেঙ্গালুরু থেকে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী আচমকাই ককপিটে ঢোকার চেষ্টা করেন। পাইলটের হাতে থাকে যাত্রীকে সাময়িক ভাবে ককপিটে প্রবেশের অনুমোদন দেওয়া বা না দেওয়ার ক্ষমতা। জানা গিয়েছে,পাইলট অনুমোদন দেননি ওই যাত্রীকে। এরপরই খেপে ওঠেন তিনি। জোর করে ভিতরে প্রবেশের চেষ্টা করেন অভিযুক্ত। বারাণসী বিমান নামার পর তাঁকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)