• উৎসবের মরশুমে তুচ্ছ ঘটনায় উত্তপ্ত আসানসোল, বাজি ফাটানো নিয়ে মারামারিতে আহত ৫
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • শেখর চন্দ্র, আসানসোল: উৎসবের মরশুমে চারপাশে আনন্দের মাঝে তুচ্ছ ঘটনা ঘিরেও তুমুল অশান্তির আবহ আসানসোলে। বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাদানুবাদ। আর সেখান থেকেই শুরু মারপিট। রবিবার রাতে উত্তর আসানসোলের ধাদকার এলাকায় এই ঘটনায় আহত অন্তত ৫। হাসপাতালে চিকিৎসাধীন সকলে তিনজন।

    ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সিং পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের বাড়ির দরজার সামনে ক্রমাগত বাজি ফাটান প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা। তাদের বারণ করা হলেও শোনেনি বলে অভিযোগ। সিং পরিবারের পালটা অভিযোগ, যাদব পরিবারের বড়রা এসে শিশুদের বেশি বাজি দিয়ে যান। তা বাজি ফাটানোয় উসকানি বলেই দাবি সিং পরিবারের সদস্যদের। যাদবদেরও দাবি, তাঁদের বাড়িতে থাকা গাড়ির নিচেও বাজি ফাটিনো হয়। ডিজেলচালিত ওই গাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙ্কায় প্রতিবেশীদের অভিযোগ জানাতে গেলে বেড়ে যায় বিবাদ। জানা গিয়েছে, বচসা চলাকালীন যাদব পরিবারের প্রায় কুড়িজন এসে হামলা চালায়। লাঠির আঘাতে মাথা ফাটে সিং পরিবারের অনেকের।এই ঘটনায়, যাদব পরিবারের ২০ জনের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর থেকে বেপাত্তা ওই পরিবারের সব পুরুষ।

    এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান ওই দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিবাদ ছিল। উৎসবের মরশুমে বাজি ফাটানোকে কেন্দ্র করে সেই পুরনো বিবাদই উসকে উঠেছে। যা এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছল। বিবাদ থেকে এতজনের আহত হওয়ার ঘটনায় হতাশ দুই পরিবারের সদস্যরাই।
  • Link to this news (প্রতিদিন)