• প্রতিপদে মর্মান্তিক ঘটনা কল্যাণীতে, গঙ্গায় নেমে বাবা-মায়ের সামনেই ভেসে গেল মেধাবী যুবক
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: বাবা-মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন যুবক। বাবা-মায়ের সামনেই স্রোতের টানে ভেসে গেলেন ওই যুবক। দেবীপক্ষের শুরুতেই প্রতিপদের দিনে  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। ওই যুবকের নাম প্রবাহ পাল। তিনি হরিণঘাটার বিরহী হাঁটপাড়া এলাকার বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ন’টা নাগাদ বছর ২৫ বয়সের প্রবাহ তাঁর বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে গিয়েছিলেন। সকালে নদীতে জলের স্রোত ছিল। জলের তোড়ে টাল সামলাতে না পেরে ওই যুবক ভেসে যান। আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন বাবা-মা। সেই দেখে দ্রুত পাড়ে ছুটে যান স্থানীয়রা। ততক্ষণে ওই যুবম তলিয়ে গিয়েছেন। খবর দেওয়া হয় চাকদহ থানার পুলিশকে।

    চাকদহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় গঙ্গায় তল্লাশি। বেলা বাড়লেও ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন্ধু, বান্ধব থেকে শুরু করে প্রতিবেশীরা। ওই যুবককে খোঁজার জন্য ডুবুরিও নামানো হয়। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। পুলিশ আশপাশের ঘাটগুলিতে নজরদারি রেখেছে বলে খবর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবাহ পাল ছোট থেকেই বরাবর পড়াশোনায় ভালো এবং স্কুলের টপার ছিলেন। প্রবাহের বাবা দিলীপকুমার পাল প্রাক্তন শিক্ষক। বিরহী নেতাজি বিদ্যাভবনে শিক্ষকতা করতেন। মা বন্দনা পাল গৃহবধূ। ঘটনার পর থেকে শোকে পাথর হয়ে গিয়েছেন পরিবারের সদস্যরা।
  • Link to this news (প্রতিদিন)