• ‘জিএসটি কৃতিত্ব রাজ্যেরই’, পুজো উদ্বোধনে গিয়ে ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”জিএসটি কৃতিত্ব রাজ্যেরই। কেন্দ্রীয় সরকারের কোনও অবদান নেই”, পুজো উদ্বোধনে গিয়ে ফের একবার মোদি সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সোমবার থেকে নয়া জিএসটি কার্যকর হয়েছে দেশজুড়ে। এর ফলে একাধিক পণ্য সস্তা হয়েছে। সরাসরি যার সুফল ভোগ করবেন রাজ্য সহ গোটা দেশের মানুষ। যদিও এর কৃতিত্ব কখনই কেন্দ্রের নয় বলে ফের একবার স্পষ্ট বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের। এদিন দুপুরে খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। সেই মঞ্চ থেকেই ফের একবার জিএসটি নিয়ে কেন্দ্র যেভাবে কৃতিত্ব নিচ্ছে তা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেন।

    আজ প্রতিপদ। আকাশে বাতাশে পুজোর গন্ধ। এদিন ২৫ পল্লী-সহ শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ”চিঠি লিখে প্রথম আমি দাবি করেছিলাম বিমা থেকে জিএসটি তুলে নেওয়া উচিৎ। জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়। এজন্য কেন্দ্রীয় সরকারের এক পয়সাও খরচ হয়নি। সব টাকা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে।” নাম করে প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ”কৃতিত্ব নিচ্ছে একজন, আত্মনির্ভরতার কথা বলছেন। এজন্য ২০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে।” কিন্তু এজন্য রাজ্যকে কোনও ক্ষতিপুরণ দেওয়া হচ্ছে না বলে দাবি প্রশাসনিক প্রধানের।

    মুখ্যমন্ত্রী আরও বলেন, ”১০০ দিনের কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলস্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। এর মধ্যে আবারও ২০ হাজার টাকার ক্ষতি।” কীভাবে চলবে তা নিয়ে এদিন আক্ষেপ শোনা যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। যদিও এহেন পদক্ষেপে তিনি খুশি। তাঁর কথায়, ”মানুষের সুবিধা হয়েছে, আমি খুশি হয়েছি। এজন্য দিল্লি সরকার কিংবা পার্টির কোনও কৃতিত্ব নেই।” পাশাপাশি জিএসটি নিয়ে যে ধোঁয়াশা রয়েছে তা ব্যাখ্যা দিয়ে একটি বিজ্ঞাপন দেওয়ার কথাও বলেন। মমতা বলেন, এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে। এখন একটাই ট্যাক্স। টাকা গিয়েছে আমাদের, নাম নিচ্ছে ওরা।”
  • Link to this news (প্রতিদিন)