• মায়ের কাছে যাওয়ার জন্য বায়না, ৫ বছরের শিশুকে মাটিতে আছড়ে মারল লিভ-ইন পার্টনার
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • প্রেমিকের সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়েছিলেন তরুণী। বাড়িতে একা ছিল তরুণীর পাঁচ বছরের শিশুকন্যা। মাকে দেখতে না পেয়ে ভয়ে কাঁদছিল শিশুটি। তাকে মাটিতে ফেলে আছড়ে মারার অভিযোগ উঠল মায়ের লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে।

    এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি জেলায়। পাঁচ বছরের মেয়েকে রাগের মাথায় হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হলো মহিলার লিভ-ইন পার্টনারকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রোশন। তিনি বিহারের বাসিন্দা। হরিয়ানার রেওয়ারি জেলায় ডিভোর্সি এক মহিলার সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে রোশন থাকতেন। সঙ্গে থাকত মহিলার পাঁচ বছরের শিশু কন্যাও।

    প্রাথমিক তদন্তে প্রকাশ, ঘটনার দিন তরুণী ও তাঁর প্রেমিকের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে ওই তরুণী রেলওয়ে স্টেশনে চলে যান। ঝগড়া দেখে আতঙ্কে সিঁটিয়ে ছিল শিশুটি। মাকে দেখতে না পেয়ে ভয়ে আরও কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে রোশনের কাছে গিয়ে মায়ের কাছে নিয়ে যাওয়ার আবদার করতেই ঘটে বিপত্তি। অভিযোগ, রাগের মাথায় শিশুটিকে তুলে মাটিতে আছড়ে ফেলেছিল রোশন। সেই আঘাতেই মৃত্যু হয় শিশুটির বলে জানিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত। প্রতিবেশীরা সন্দেহের বশে পুলিশে খবর দিলে জানা যায় আসল ঘটনা। অভিযুক্তের সন্ধান শুরু করে পুলিশ। গা ঢাকা দিয়ে থাকলেও রবিবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)