• রাস্তায় পড়ে মণ্ডপ তৈরির পেরেক, ফাঁসছে গাড়ির চাকা
    আনন্দবাজার | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোর আর বাকি নেই এক সপ্তাহও। গলি থেকে রাজপথ, কান পাতলেই শোনা যাচ্ছে শেষ মুহূর্তে পেরেকে হাতুড়ি মারার শব্দ। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় মণ্ডপ তৈরির কাজ শেষ করার ব্যস্ততা সর্বত্র। আর এমন পরিবেশে নীরবেই ঘটছে এমন ঘটনা, যে দিকে কেউ খুব একটা গুরুত্ব দেন না। কলকাতা শহরের গাড়ি সারাইয়ের গ্যারাজগুলি সাবধান করছে গাড়ির চালক এবং মালিকদের। তাদের বক্তব্য, পুজোর মণ্ডপ তৈরির সময়ে নিয়ম করে গাড়ির হাওয়ার চাপ পরীক্ষা করাতে হবে। চাপ কম থাকলে হাওয়া ভরে নিতে হবে।

    এমন সতর্কবাণীর কারণ আর কিছুই নয়। ফুটো হয়ে যাওয়া চাকা সারাইয়ের দোকানগুলি জানাচ্ছে, এই সময়ে মণ্ডপ তৈরির কাজের জন্য রাস্তায় ছোট-বড় নানা ধরনের পেরেক পড়ে থাকে। বিশেষত, গলির মধ্যে দিয়ে গাড়ি নিয়ে চলার সময়ে পেরেক ঢুকে অনেকেরই গাড়ির চাকা ফুটো হয়ে যাচ্ছে। রাজা দীনেন্দ্র স্ট্রিটে এমনই একটি দোকানের মালিক তন্ময় রায় জানান, বর্তমানে অধিকাংশ গাড়িতেই টিউব ছাড়া চাকা হওয়ায় চালকদের খুব বেশি সমস্যার মুখে পড়তে হয় না। কারণ ওই অবস্থায় গাড়ি চালিয়ে অনেকটাই যাওয়া যায়। তিনি বলেন, ‘‘বর্ষার এই সময়ে রাস্তায় গর্ত হয়ে থাকে। মণ্ডপ তৈরির জন্য কিংবা অন্য কোনও কারণে অনেক সময়ে পেরেক-সহ অনেক ধারালো বস্তু গর্তের মধ্যে পড়ে থাকে। গাড়ি চালানোর সময়ে চালক না বুঝেই গর্তের উপর দিয়ে গাড়ি চালান। তাতে চাকায় পেরেক ঢুকে যায়। আমাদের দোকানে এই সময়ে প্রতিদিন আট থেকে দশটা এই ধরনের ফুটো চাকা মেরামতির জন্য আসে।’’

    এই পেরেকের জন্য পুজো কিংবা উৎসবের সময়ে অলিগলির মণ্ডপকেই দায়ী করছে চাকা সারাইয়ের দোকানগুলি। তারা জানাচ্ছে, দুর্গাপুজো ও কালীপুজোর সময়েই এই সমস্যা মাথাচাড়া দেয়। কারণ, কলকাতায় দুর্গা ও কালীপুজোই বেশি হয়। কোথাও পুজোর মণ্ডপ তৈরি হয় রাস্তার উপরেই। কোথাও মণ্ডপ গলির ভিতরে তৈরি হলেও সেই পুজোর প্রচারের তোরণ তৈরি হয় রাস্তার উপরে। আর সেই সব নির্মাণে পেরেক ব্যবহার হয়। অনেক সময়ে পেরেক ঠুকতে গিয়ে তা ছিটকে অন্যত্র গিয়ে পড়ে। কিন্তু মিস্ত্রিরা সে দিকে খেয়াল রাখেন না। একটি পেরেক পড়ে গেলে সেটি না তুলেই অন্য পেরেক ব্যবহার করেন। এ ভাবেই রাস্তায় পেরেক ছড়িয়ে-ছিটিয়ে যায়। আর সেই সব রাস্তা দিয়ে যাওয়ার সময়ে পেরেক ঢুকে যায় গাড়ির চাকায়।

    উৎসবের সময়ে এ ভাবে গাড়ির চাকায় পেরেক ঢুকে যাওয়া ঠেকানোর কোনও উপায় নেই বলেই জানাচ্ছে চাকা সারাইয়ের দোকানগুলি। তাই এই সময়টা গাড়ির হাওয়ার চাপ নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করে চাকায় হাওয়া ভরিয়ে রাখতে পরামর্শ দিচ্ছে তারা। নির্মলচন্দ্র স্ট্রিটের একটি দোকানের মালিক কুণাল গুপ্তের কথায়, ‘‘এই সময়ে গাড়ির চাকার দিকে খেয়াল রাখার প্রয়োজন। যাঁরা সেটা করেন, তাঁদের সমস্যায় পড়তে হয় না। চাকার হাওয়া ঠিক থাকলে ফুটো হওয়ার আশঙ্কা কম থাকে। আর টিউবহীন চাকায় পেরেক ঢুকলে রাস্তায় গাড়ি বসে যায় না।’’
  • Link to this news (আনন্দবাজার)