ফের ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ৪১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার মহারাষ্ট্রের মহিলা ব্যাঙ্ক ম্যানেজার। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম দমন শাখা মহারাষ্ট্রের করঞ্জারের ব্যাঙ্কের ম্যানেজার আশাকৃষ্ণা রাউতকে গ্রেপ্তার করে। সোমবার ধৃত ম্যানেজারকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাতের নির্দেশ দেন।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইমের এক আধিকারিক জানিয়েছেন, প্রতারকরা টাকা হাতানোর পরে ধৃত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করত। মহিলার ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১৭ লক্ষ ৬০ হাজার টাকার হদিশ মিলেছে। এ ছাড়াও আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকেও মহিলার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার হয়েছে বলে খবর।
গত ২৫ এপ্রিল হাওড়ার এক বাসিন্দা হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ৪১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্তে নেমে ৭ জনকে গ্রেপ্তার করে। এ বার এক মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেপ্তার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।