• অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও বকেয়া মেটানোর সিদ্ধান্ত হাওড়া পুরসভার
    দৈনিক স্টেটসম্যান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আগেই অস্থায়ী কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। প্রায় ১৫০০ জন অস্থায়ী কর্মীর বেতন ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করলেন হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী। সোমবার সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৬ অক্টোবর থেকে। যদিও পুজোর আগে বর্ধিত বেতন হাতে পাবেন না কর্মীরা, তবুও এই ঘোষণা ঘিরে খুশির হাওয়া পুরসভা চত্বরে।’

    সুজয়বাবু জানান, এই সিদ্ধান্তের ফলে পুরসভার বার্ষিক ব্যয় প্রায় এক কোটি টাকা বাড়বে। গত চার বছরে দু’দফায় অস্থায়ী কর্মীদের বেতন দেড় হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে কর্মীদের জন্য নির্দিষ্ট কোনও একক বেতন কাঠামো না থাকলেও, প্রত্যেক স্তরের অস্থায়ী কর্মীই এই বর্ধিত বেতনের সুবিধা পাবেন বলে স্পষ্ট করেছেন তিনি।

    এদিন আরও একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন পুর প্রশাসক। তিনি জানান, হাওড়া পুরসভার ১১০০ জন সাফাই কর্মীর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বকেয়া বর্ধিত এরিয়ার অর্থাৎ অতিরিক্ত মজুরি পুজোর আগেই মেটানো হবে। এর জন্য ৩১ লক্ষ টাকা ব্যয় করছে পুরসভা।

    সাফাই কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পুরসভা বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান সুজয় চক্রবর্তী। এদিন ২১৫ জন সাফাই কর্মীকে দেওয়া হয় একটি করে সুরক্ষা কিট। নর্দমা পরিষ্কারের কাজে নিযুক্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হয় বডি স্যুট, সেফটি গগলস, গ্লাভস, সেফটি জুতো, হেলমেট এবং বিশেষ মাস্ক। এই সুরক্ষা সামগ্রী ব্যবহারে যাতে গাফিলতি না হয়, সেই দিকেও নজর দেবে পুরসভা।

    পুর প্রশাসকের কথায়, ‘যাঁরা শহরকে পরিষ্কার রাখতে নিরন্তর পরিশ্রম করেন, তাঁদের সুরক্ষা ও সম্মান রক্ষাই আমাদের অগ্রাধিকার। তাই এই সব সিদ্ধান্ত।’ হাওড়াবাসীর পুজোর প্রস্তুতির ঠিক আগে পুরসভার এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)