ছাগলে গাছ খেয়েছিল, দেড় মাস পর ‘বদলা’, মালকিনকে এলোপাথাড়ি কোপাল প্রতিবেশী!
প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রতিবেশী মহিলার ছাগল বাড়িতে ঢুকে গাছ খেয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদও হয়! প্রায় দেড় মাস আগে হওয়া ওই ঘটনার জেরে ওই প্রতিবেশী মহিলাকে রাস্তায় একা পেয়ে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ মারা হল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার ঝিটকিপোতা এলাকায়। জখম আসিয়া শেখ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে আসিয়া শেখের পোষা ছাগল প্রতিবেশী সাজিদুল খানের বাড়িতে ঢুকে গাছ খেয়ে ফেলেছিল বলে অভিযোগ। তাই নিয়ে দু’জনের মধ্যে বিস্তর গোলমালও হয়! ওই মহিলার ছেলের একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে বিষয়টি নিয়ে আর তেমন জলঘোলা হয়নি বলে খবর। দু’জনের মধ্যে ঘটনার মীমাংসাও হয়েছিল বলে খবর।
এরই মধ্যে ঘটল এই ঘটনা। জানা গিয়েছে, আজ, সোমবার সকালে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন আসিয়া শেখ। আচমকাই পিছন থেকে সাজিদুল খান ওরফে সাজি ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হন! এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আসিয়া শেখ। ঘটনা দেখে আশপাশ থেকে অন্যান্যরা ছুটে যান। খবর দেওয়া হন আক্রান্তের বাড়িতে।
তাঁকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। কোতোয়ালি থানায় আক্রান্তের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে পুলিশ।