জলাজমিতে পড়ে মানুষের খুলি, হাড়! তুমুল শোরগোল কালনায়
প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৫
অভিষেক চৌধুরী, কালনা: জলাজমি থেকে নরকঙ্কাল উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশীপাড়ায়। পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সাইকেল। যা এলাকারই এক নিখোঁজ যুবকের। তবে কি কঙ্কালটি তাঁরই? জানতে কঙ্কালটিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশীপাড়া এলাকায় জলাজমিতে সোমবার সকালে নরকঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে মাথার খুলি, পাঁজর, হাড়গোড় উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়। স্বাভাবিকভাবেই কঙ্কালটি কার, কোথা এল, কীভাবে মৃত্যু, এহেন একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। তাতেই উঠে আসে অনিকেত রায়ের কথা। জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা অনিকেত। গত ১৩ জুন থেকে নিখোঁজ তিনি। মিসিং ডায়েরিও করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। উদ্ধার হওয়া কঙ্কালটি ওই যুবকের কি না, তা জানার চেষ্টায় পুলিশ।
অনিকেতের বাবা অহীন্দ্রশেখর রায় জানান, “অনিকেতের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল। কালনায় ও কাজে যেত। কিন্তু ওর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে জানা নেই। ওকে কেউ খুন করতে পারে, তাও বিশ্বাস হয় না।” তবে কঙ্কালের পাশ থেকে অনিকেতের সাইকেল মেলায় হওয়ায় পুলিশের ধারণা উদ্ধার হওয়া খুলি, হাড় অনিকেতের হতেই পারে। সেক্ষেত্রে কীভাবে মৃত্যু? কেন খুন? এহেন একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে।