‘সেনেস: ফ্রম দ্য হাউস অফ সেনকো’র হিরের গয়নায় সাজলেন শ্রীভূমির দুর্গা
প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর পুজোয় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। থিম, মণ্ডপসজ্জা, প্রতিমা নিয়ে পুজোর বহু আগে থেকে শুরু হয় আলোচনা। এবারও থিমের চমকে কোনও ব্যতিক্রম নেই। তবে চলতি বছরের ইউএসপি প্রতিমার গয়না। কারণ, ‘সেনেস: ফ্রম দ্য হাউস অফ সেনকো’র হিরের গয়নায় সাজলেন দেবী দুর্গা। এই প্রথমবার ল্যাব গ্রোন ডায়মন্ড দিয়ে গয়না তৈরি করা হয়। এই ধরনের হিরে পরিবেশবান্ধব। এছাড়া দামের নিরিখেও সাধ্যের মধ্যেই। শ্বেতশুভ্র দুর্গার গায়ে হিরের গয়না দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এর পাশাপাশি কল্যাণীর লুমিনাস ক্লাবের প্রতিমাও এই সংস্থার গয়নাতেই সেজেছে।
সেনকো গোল্ড লিমিটেডের উদ্যোগ ‘সেনেস: ফ্রম দ্য হাউস অফ সেনকো’র। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে ল্যাব গ্রোন ডায়মন্ড দিয়ে তৈরি গয়নায় ‘সেনেস: ফ্রম দ্য হাউস অফ সেনকো’ মহিলাদের মন জয় করে চলেছে। সেনেস এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডিরেক্টর জয়িতা সেন বলেন, “যেকোনও সময় আমাদের গয়নার ডিজাইন সকলের মন ছোঁবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে এবার আমাদের গয়নায় তাঁদের প্রতিমাকে সাজিয়েছে তাতে আমরা কৃতজ্ঞ।” সেনেস এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন, “এবারের দুর্গাপুজোয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।”
এই বিখ্যাত সংস্থার গয়না পরেই এবার সাজলেন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা। এবার এই মণ্ডপের থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। নিউ জার্সির বিশাল এলাকা জুড়ে শ্বেতপাথরে তৈরি এই মন্দির খুব বেশি পুরনো নয়। তবে মাহাত্ম্য এবং সৌন্দর্যে তা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর তাই এবছর সেই মন্দিরকেই থিম হিসেবে বেছে নিয়েছেন শ্রীভূমির কর্তারা।
২০২৪ সালে লেকটাউনের এই মণ্ডপের মাধ্যমে একটুকরো তিরুপতি বালাজি মন্দির যেন উঠে এসেছিল কলকাতার বুকে। প্রতিবারই মহালয়া থেকে সেখানে উপচে পড়ে দর্শকদের ভিড়। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সে বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী ছিলেন উদ্যোক্তারা। আর হলও তাই। রবিবাসরীয় সন্ধ্যা থেকে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিংয়ের ভিড়। মণ্ডপসজ্জা, প্রতিমার পাশাপাশি প্রতিমার গয়নাও যে সকলের আলাদা করে নজর টানছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।