পাটনা: ‘আমার রাজ্যসভা বা বিধানসভার টিকিট নিয়ে কোনও আগ্রহ নেই। অন্য কোনও প্রার্থীর নামও সুপারিশ করছি না।’ সোমবার এমনই দাবি করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। তাঁকে নিয়ে কয়েকদিন ধরে যে সব আলোচনা চলছে, তা ‘ভিত্তিহীন জল্পনা’ বলেও দাবি করেছেন লালুপ্রসাদ-কন্যা। রোহিণীর দাবি, যারা দলের ক্ষমতা দখল করতে চায়, তারাই এসব ভুয়ো খবর ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রোহিণীর বেশ কিছু ছবি পোস্ট ও মন্তব্য ঘিরে সম্প্রতি আলোচনা শুরু হয়। রোহিণী এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘আমি মেয়ে এবং বোন হিসেবে আমার কর্তব্য এবং ধর্ম পালন করেছি। ভবিষ্যতেও তা করে যাব। আমার কোনও পদ বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমার কাছে আত্মমর্যাদাই প্রধান।’