• ককপিটের দরজায় যাত্রীর টোকা, ছিনতাইয়ের আশঙ্কা
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: মাঝআকাশে বিমানের ককপিটের দরজায় টোকা যাত্রীর। সোমবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরু থেকে বারাণসীগামী বিমানে। সকাল ৮ টা নাগাদ কেম্পে কেম্পেগৌড়া আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি।  মাঝআকাশে হঠাৎই ককপিটের দিকে এগিয়ে যান ওই যাত্রী। দরজায় টোকা দেন তিনি। বিমান ছিনতাইয়ের আশঙ্কায় পাইলট ককপিটের দরজা খোলেননি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই যাত্রী প্রথমবার বিমানে চড়েছিলেন। তাঁর সঙ্গী ছিলেন আরও সাতজন। শৌচাগার ভেবে তিনি ককপিটের দরজা খোলার চেষ্টা করেন বলে মনে করা হচ্ছে। এরপর ক্রুদের তৎপরতায় দ্রুত ওই যাত্রীকে আসনে ফেরানো হয়। বারাণসীতে নামার পর ওই যাত্রী ও তাঁর সঙ্গীদের ব্যাগপত্র পরীক্ষা করে পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ। ঘটনার তদন্ত চলছে। 
  • Link to this news (বর্তমান)