• নকশা বদল, ত্রিপুরেশ্বরী মন্দির সাজল ৫০ লক্ষের ফুলে! সফরে মোদি, ঐতিহ্য সরিয়ে আধুনিকতার মোড়কে মন্দির
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: প্রায় আড়াই ঘণ্টার ঝটিকা সফর। ত্রিপুরার উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্যায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দুপুর আড়াইটা নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে আগরতলার এমবিবি বিমানবন্দরে পৌঁছন মোদি। এরপর হেলিকপ্টারে করে উদয়পুরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে প্রায় ১৫ মিনিট ধরে পুজো করেন তিনি। পুরোহিত জানিয়েছেন, নবরাত্রির প্রথমদিনে প্রধানমন্ত্রী মায়ের কাছে পুজো দিয়েছেন। শাড়ি-সাজসজ্জার সরঞ্জাম, পদ্মফুলের মালা এবং ভোগ নিবেদন করেন তিনি। অফ হোয়াইট রংয়ের ধুতি-পাঞ্জাবি এবং গলাবন্ধ কোটের উপর নামাবলী গায়ে জড়িয়ে পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। 

    এরপর প্রসাদ প্রকল্পে মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্যায়নের উদ্বোধন করেন মোদি।  মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ছাড়াও তার সঙ্গে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। জানা গিয়েছে, মোট ৫২ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মন্দিরের নয়া পরিকাঠামো। ভক্তদের অনেকের বক্তব্য, ১৫০১ সালে মহারাজা ধন্যমাণিক্য সতীর ৫১ পীঠের অন্যতম এই পীঠ তৈরি করেছিলেন। আগে এই মন্দিরের পরিকাঠামোয় ঐতিহ্য এবং পবিত্রতা ছিল বেশী। মূল মন্দির একই থাকলেও বর্তমান পরিকাঠামোয় আধুনিকতার ছোঁয়া যেন অনেক বেশী। আগের মন্দিরের নকশা বদল  করা হয়েছে। সামনের দিক থেকে একেবারে অন্যরকম দেখতে এখনকার মন্দির প্রাঙ্গন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এদিন সেজে উঠেছিল মন্দির নগরী। ৫০ লক্ষ টাকার ফুল দিয়ে সাজানো হয় গোটা মন্দির চত্বর। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মন্দির ঘুরে দেখেন। সেখান থেকে আগরতলায় এমবিবি বিমানবন্দরে ফিরে বিকেল ৪ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী বিমানে করে রওনা দেন। তাঁর সফর উপলক্ষ্যে  এমবিবি বিমানবন্দর থেকে উদয়পুর পর্যন্ত ৬৫ কিলোমিটারের সড়কপথ দুপুর ১২ টা থেকেই ছিল বন্ধ। সন্ধ্যা ৬টা পর্যন্তও ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়নি। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিনটিতে ভোগান্তির মুখে পড়তে হয় আমজনতাকে।  এদিকে, এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। 
  • Link to this news (বর্তমান)