• সরকারকে বদনামের চক্রান্ত, গাড়ি গর্তে পড়ার পর আজব দাবি চালকের
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: খানাখন্দে ভর্তি রাস্তা। বর্ষায় জল জমে অবস্থা আরও খারাপ। এরইমধ্যে জলে ডোবা রাস্তার গর্তে পড়ে উল্টে গেল গাড়ি। বিহারের রাজধানী পাটনায় এই দুর্ঘটনার পর ছুটে আসেন স্থানীয়রা। গাড়ির আরোহীদের বের করে আনেন তাঁরা। এরপরই আরোহীদের একজন সরকারের বিরুদ্ধে চক্রান্তের আজব দাবি করলেন। নীতু সিং চৌবে নামে ওই মহিলা বললেন, ভোটের আগে সরকারের বদনাম করার লক্ষ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। এর জেরেই দুর্ঘটনা। জানা গিয়েছে, নীতুই ওই এসইউভি চালাচ্ছিলেন। 

    শুক্রবার পাটনা স্টেশন সংলগ্ন রাস্তায় গর্তে পড়ে নীতুর গাড়ি। উল্টে যাওয়ার পর গাড়ি অর্ধেক ডুবে যায়। স্থানীয় দুই যুবক গাড়ির পাঁচ আরোহীকে উদ্ধার করেন।  এরপরই গাড়ির চালক তথা ভাগলপুরের বাসিন্দা নীতুর দুর্ঘটনা নিয়ে ষড়যন্ত্রের কথা বলেন। তিনি বলেন, ‘আমরা জেলাশাসকের সঙ্গে পর্যন্ত কথা বলেছি। তিনি জানান, ভোটের আগে সরকারকে কালিমালিপ্ত করতেই এই ষড়যন্ত্র কষা হয়েছে। পুরোটাই নগরোন্নয়ন দপ্তরের দোষ। এখন বর্ষাকাল। গাড়িতে পাঁচজন ছিল। কারুর মৃত্যু হলে কে দায় নিত?’ নীতুর আরও দাবি, রাস্তার এই দুরবস্থা নিয়ে কোনও সতর্কবার্তাও ছিল না। তিনি বলেন, গর্তের সামনে ব্যারিকেড রাখা উচিত ছিল। আমার পরে এক বাইক চালকও গর্তে পড়ে যান। স্থানীয়রা বলছেন, প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটে।’ 
  • Link to this news (বর্তমান)