• বিতর্ক শেষে মাইসুরু উৎসবের উদ্বোধন করলেন বুকারজয়ী লেখিকা বানু মুস্তাক
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • বেঙ্গালুরু: একজন মুসলিম ধর্মাবলম্বীর হাতে কেন উৎসব উদ্বোধন? প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হয়েছিল রাজ্য বিজেপি। মামলা গড়িয়েছিল আদালতেও। যাবতীয় বিতর্ক শেষে সোমবার আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী লেখিকা বানু মুস্তাকের হাতেই সূচনা হল ১১ দিনের মাইসুরুর দশেরা উৎসবের। ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে তাঁর লেখনী। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই বিতর্কের মধ্যে গেলেন না। তবে ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিলেন লেখিকা। বললেন, ‘এই উৎসব আসলে আমাদের দেশের সংস্কৃতি এবং ঐক্যের উদ্‌যাপন। এই দেশে জন্মানো সকলেই উৎসবে যোগ দেওয়ার যোগ্য। এই উৎসবের মধ্য দিয়ে সকলে একত্র হতে পারেন।’ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, ‘দশেরা রাজ্যের সকল মানুষের। এই উৎসব কোনও নির্দিষ্ট ধর্মের নয়।’ 

    সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে চামুণ্ডেশ্বরী মন্দিরে পৌঁছন বানু মুস্তাক। পরনে ছিল নীল পাড়ের হলুদ মাইসুরু সিল্কের শাড়ি। আর খোঁপায় মাইসুরুর প্রতীক জুঁই ফুল। সকাল ১০টা ১৭তে বৃশ্চিক লগ্ন শুরু। আর সেই শুভ মুহূর্তে চামুণ্ডেশ্বরী দেবীর সামনে মাটির প্রদীপ জ্বেলে উৎসবের সূচনা করেন লেখিরা। ২ অক্টোবর বিজয়া দশমীর দিন এই মূর্তি নিয়েই দশেরার শোভাযাত্রা করবে হাতি অভিমন্যু। এরপর এই মূর্তি পৌঁছবে গোল্ডেন হাওদায়। চামুণ্ডেশ্বরী মন্দিরে যাওয়ার পথে বানু মুস্তাকের সঙ্গে ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।
  • Link to this news (বর্তমান)