• চরম সংকটে বাংলার চাষিরা, সংসদীয় বৈঠকে সরব তৃণমূল
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎপাদন ৭০ লক্ষ ‘বেল’ পাট। অথচ কেন্দ্রীয় সংস্থা কিনেছে মাত্র ছ’লক্ষ বেল। এর ফলে পাট চাষিরা অভাবী বিক্রি করতে কার্যত বাধ্য হচ্ছে। বাজারে কাঁচা পাটের দাম ন’হাজার টাকা প্রতি কুইন্টাল ছাপিয়ে গিয়েছে। তা সত্ত্বেও জুট কর্পোরেশন কৃষকদের থেকে কিনছে না। চাষিদের থেকে সস্তায় কিনে বিপুল লাভ করছে কর্পোরেট সংস্থাগুলি। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামেশাই পাটশিল্পের প্রসার ও বাণিজ্যকে আন্তর্জাতিক করার কথা বলেন। কাঁচা পাটের অপ্রতুলতা ও দামের ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে ভারসাম্যের অভাব। ফলে ধুঁকছে বাংলার পাট চাষিরা। সোমবার এই সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের অভিযোগ, বাংলার বন্দর এলাকা দিয়ে এই সংক্রান্ত রপ্তানি বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কাঁচা পাট মিলছে না। দামও বেড়ে যাচ্ছে। এদিন কমিটির বৈঠকে হাজির ছিলেন টেক্সটাইলের অতিরিক্ত সচিব রোহিত কানসাল।
  • Link to this news (বর্তমান)