• আমেদাবাদ দুর্ঘটনায় পাইলটদের উপর দায় চাপানো দুর্ভাগ্যজনক, মন্তব্য সুপ্রিম কোর্টের
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দায় কার্যত পাইলটদের উপরেই চাপিয়েছিলেন তদন্তকারীরা। প্রাথমিক রিপোর্টে সেই ইঙ্গিত প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার এই রিপোর্টের সমালোচনা করল খোদ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানাল, রিপোর্টে পাইলটদের দিকে আঙুল তোলা ‘দুর্ভাগ্যজনক।’ এই ঘটনায় কেন্দ্রীয় সরকার, ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ), এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-কে নোটিশ পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে কোর্টের তরফে। 

    এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার তদন্ত রিপোর্ট নিয়ে জনস্বার্থ মামলা করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, প্রাথমিক তদন্ত রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রয়েছে। মামলাকারীদের তরফে বলা হয়েছে, রিপোর্টে কেবল পাইলটদের ত্রুটির কথা বলা হলেও বিমানটির ফুয়েল-সুইচ সমস্যা, বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির মতো বড় বিষয়গুলি উপেক্ষা করা হয়েছে। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে বলেন, ‘দুর্ঘটনার পর ১০০ দিনেরও বেশি কেটে গিয়েছে। এখনও কেবল প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে আসল কারণ বা ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা সম্পর্কে কিছুই জানানো হয়নি।  ফলে এখনও যাত্রীরা ঝুঁকির মুখে রয়েছেন।’ তিনি আরও জানান, তদন্ত কমিটির পাঁচ সদস্যের মধ্যে তিনজন ডিজিসিএ-এর বর্তমান কর্মী। ফলে নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, ‘দুর্ঘটনায় পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক। যদি পরে কোনও একজন পাইলটের দিকে আঙুল তোলা হয়, তবে তাঁর পরিবার সমস্যায় পড়তে পারেন। এরপর চূড়ান্ত রিপোর্টে যদি দেখা যায়, তাঁদের তরফে কোনও ত্রুটি নেই, তাহলে?’ ফাইল ছবি
  • Link to this news (বর্তমান)