১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম চূড়ান্ত, ৩টি নিয়ে মতপার্থক্য
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: যোগ্যতা অনুসারে রাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য উপাচার্যর নামের চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলল ‘সার্চ অ্যান্ড সিলেকশন’ কমিটি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের সভাপতিত্বে কমিটি সর্বসম্মতভাবে ওই নামের তালিকা তৈরি করেছে। সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট জমা পড়ার পর এবার তা মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস দেখে নেবেন। কারও কোনও আপত্তি না থাকলে শীঘ্রই হবে নিয়োগ।
বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের প্রার্থীদের যোগ্যতামানের ক্রমানুসার নিয়ে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটির মধ্যে মতভেদ রয়েছে। তাই সোমবার কমিটির দেওয়া রিপোর্ট দেখে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, বাকিগুলিতেও একইভাবে সর্বসম্মত যোগ্য প্রার্থীর ক্রমানুসার তৈরি করে নিন। আগামী শুক্রবার ২৬ তারিখ ফের শুনানি হবে।
রাজ্যের মোট ৩৬ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় গত দু বছর ধরে সুপ্রিম কোর্টে চলছে মামলা। মুখ্যমন্ত্রীর যে নাম পছন্দ, আচার্যর তা না-পসন্দ। তবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সমস্যা অনেকটাই মিটেছে। মুখ্যমন্ত্রীর বেছে নেওয়া ১৯টিতে কোনও আপত্তি করেননি আচার্য। কিন্তু বাকি ১৭টির মধ্যে দু’টির ক্ষেত্রে পুরো প্যানেল নিয়েই আপত্তি ছিল। তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যোগ্যতার ক্রমানুসার তৈরি করে দেবে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিই। সেই নির্বাচন সম্পন্ন। দু’টি বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের ইন্টারভিউ ছিল সোমবার। তাই বাকি ১৫ টির তালিকা সুপ্রিম কোর্টে জমা পড়েছে। তার মধ্যে ১২টিতে সর্বসম্মতি হয়েছে। তিনটিতে মতের অমিল।