• মোদির জিএসটি বার্তা
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-র নয়া হার সোমবার থেকে প্রযোজ্য হয়েছে। তার আগে রবিবার জাতির উদ্দেশে ভাষণে জিএসটিতে এই সংস্কারকে ‘সাশ্রয় উৎসব’ আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর গলায় ছিল স্বদেশি পণ্য ক্রয়ের বার্তাও। এবার জিএসটি ২.০ চালুর দিনও দেশবাসীকে খোলা চিঠি দিলেন মোদি। নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে ওই চিঠিতে তিনি লিখেছেন, বিভিন্ন পণ্যে জিএসটির হার অনেকটাই কমিয়েছে সরকার। এর ফলে জিনিসপত্রের দাম কমবে। ফলে সঞ্চয়ের সুযোগ বাড়বে। কৃষক, মহিলা, যুবক, দরিদ্র, মধ্যবিত্ত, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সমাজের প্রতিটি স্তরই এরফলে উপকৃত হবে। আর্থিক বৃদ্ধিক হার ও লগ্নিতে গতি আসবে। এর হাত ধরে প্রতিটি রাজ্য ও অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। 
  • Link to this news (বর্তমান)