• ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু এড়াতে এবার রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা রেলের
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা এড়াতে এবার রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা। তার সঙ্গে রেল লাইনের ধারে থার্মাল ইমেজিং ক্যামেরা বসছে। হাতি রেল ট্র্যাকের কাছাকাছি এলেই স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাবে নিকটবর্তী স্টেশন ম্যানেজার, ট্রেন চালক ও রেলের কন্ট্রোল রুমে। সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন অফিসে রেল ও বনদপ্তরের রাজ্যস্তরের এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 

    আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া ১৬৫ কিমি রেলপথে বর্তমানে ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) চালুর কাজ চলছে। রেল লাইনের ধারে হাতি আসার বার্তা দিতেই আইডিএসের পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। হাতির সঙ্গে দুর্ঘটনা এড়াতে ট্রেনও চালানো হচ্ছে কম গতিতে। এবার রিয়েল টাইম মনিটরিংয়ে লাইনের ধারে থার্মাল ইমেজিং ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে ঠিক হয়েছে আইডিএস পদ্ধতি কতটা কার্যকর হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য গোরুমারা অভয়ারণ্যে কুনকি হাতিদের রেল লাইনের কাছাকাছি নিয়ে যাওয়া হবে।  বৈঠকের পর রাজ্যের বন্যপ্রাণ শাখার উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি বলেন, ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা রুখতে রিয়েল টাইম মনিটরিং প্রযুক্তি লাগু করা হবে। তার সঙ্গে আইডিএস পদ্ধতি কতটা কার্যকর তা আরও একবার পরীক্ষা করে দেখার জন্য গোরুমারায় কুনকিদের রেল লাইনের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। 

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, ট্রেন চালকদের তৎপরতা, বনদপ্তর ও রেলের যৌথ প্রয়াসে গত দু’বছরে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এবিষয়ে বনদপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই কাজ হচ্ছে।  বৈঠক চলছে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)