• রাজস্থানের শিল্পকলা কোচবিহার ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়ার সংঘে
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • রাজীব বর্মন, দেওয়ানহাট: রাজস্থানের শিল্পকলা ফুটে উঠবে কোচবিহার ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়ার সংঘের পুজো মণ্ডপে। তাদের পুজোর থিম ‘লোক শিল্পে রাজস্থান’। এবছর ৬৫ বছরে পড়ল এদের পুজো। বাজেট ৪৫ লক্ষ টাকা। তৃতীয়ার সন্ধ্যায় ভার্চুয়ালি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানের ‘রাজমহল’-এর অনুকরণে গড়ে তোলা হচ্ছে মণ্ডপ। সেই মণ্ডপে মরু রাজ্যের শিল্পকলা ফুটিয়ে তোলা হবে। মণ্ডপে থাকবে নানা ধরনের পুতুল। সেই পুতুলের পোশাকে রাজস্থানী শৈল্পিক ছাপ। বাঁশ, কাঠ থেকে ফোম, ফুল-পাতায় মণ্ডপ সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে। আলোকসজ্জা থাকছে চন্দননগরের।  রাজস্থানী শৈল্পিক কাজকর্ম যা রাতের আলোয় দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেবে। গত দু’মাস ধরে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী কলকাতার গৌরাঙ্গ কুইল্যা এই থিম নিয়ে পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার কাজ করছেন।  

    উদ্যোক্তারা জানান, সাবেকি প্রতিমায় স্থায়ী মন্দিরে পুজো হবে। মণ্ডপে দু’টি থিমের প্রতিমা থাকছে। তাতে থাকবে রাজস্থানের লোকশিল্পের ছাপ।   মণ্ডপশিল্পী গৌরাঙ্গ কুইল্যা বলেন, রাজস্থানের শিল্পকলাকে ফুটিয়ে তোলা হবে। কিন্তু সেটা করব আমাদের মতো করে। আমরা যেমন পাঞ্জাবের পাঞ্জাবি বা বেনারসের বেনারসি শাড়ি পরি তখন সেটা ওঁদের মতো করে পরি না। আমরা আমাদের মতো করে তা পরিধান করি। এখানেও রাজস্থানের শিল্পকলাকে আমাদের পুজোর সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। যা দর্শনার্থীদের নজর কাড়বে। 

    পুজো কমিটির যুগ্ম সম্পাদক বিরাজ সর্মাধিকারী বলেন, এবছর আমাদের পুজোর থিম ‘লোক শিল্পে রাজস্থান’। 

    রাজস্থানের শিল্পকলাকে পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। রাজস্থানের রাজমহলের আদলে মণ্ডপ জুড়ে থাকবে সেখানকার শৈল্পিক ছাপ। দর্শনার্থীদের সবার ভালো লাগবে। থিম ও স্থায়ী মন্দিরে প্রতিমাই দর্শন করার সুযোগ মিলবে। ব্যাপক ভিড় হবে বলে আমরা আশাবাদী। তৃতীয়ায় পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর আমাদের পুজোর বাজেট ৪৫ লক্ষ টাকা।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)