অপারেশন সিন্দুরকে সামনে রেখে উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির এবারের থিম ‘শ্রদ্ধাঞ্জলি’
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
সন্দীপ বর্মন, মাথাভাঙা: মাথাভাঙা শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির (গোরুহাটি) পুজো। এবছর ৬৩ তম বছরের পুজো। শুধু বিগ বাজেটের পুজোই নয়, শহরে পুজোয় ঘুরতে আসা মানুষের কাছে উত্তরপাড়া পুজো কমিটির মণ্ডপ দর্শন করা একটি আবশ্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের দাবি, ধারাবাহিকভাবে বিগ বাজেটের পুজো করে আসছেন তাঁরা। কখনও মণ্ডপসজ্জা আবার কখনও প্রতিমা সকলের নজর কেড়েছে। এবছরও মণ্ডপ ও প্রতিমা দুটোই নজর কাড়বে দর্শনার্থীদের।
উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির পুজোয় এবছরের থিম ‘শ্রদ্ধাঞ্জলি’। অপারেশন সিন্দুর সহ বিভিন্ন সময়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এবছর এই থিম করা হয়েছে। কাপড়, লোহার রড ও তেলের টিন দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির দাবি, একইসঙ্গে নবদ্বীপের মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা নজর কাড়বে সকলের। স্থানীয় শিল্পীদের আলোর কারসাজি মুগ্ধ করবে দর্শনার্থীদের। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, পুজোর দিনগুলিতে দুঃস্থদের বস্ত্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহ্য মেনে একদিন সাংস্কৃতিক মঞ্চে পরিবেশন করা হবে লোকসংগীত। মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য কী কী করতে হবে তা শিখিয়ে পড়িয়ে প্রস্তুত করা হচ্ছে স্বেচ্ছাসেবকরা। ভিড় সামাল দিতে মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ করা হয়েছে।
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা মাথাভাঙা পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন, আমাদের পুজো প্রতিবছরেই মাথাভাঙাবাসীর আলাদা করে নজর কাড়ে। পঞ্চমী থেকে হাজার হাজার দর্শনার্থী মণ্ডপে আসেন। স্থানীয় ডেকরেটর ও আলোকশিল্পী কাজ করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস বিগত বছরগুলির মতো এবারও সকলের নজর কাড়বে মণ্ডপ থেকে প্রতিমা, আলোকসজ্জা। দেশের বীর শহিদদের শ্রদ্ধা জানাতেই অভিনবভাবে মণ্ডপসজ্জা করা হচ্ছে। ভিড় সামাল দিতে পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবকরাও হাত লাগাবেন।