রায়গঞ্জ স্টেশনের ইংরেজি বানান ভুল লেখা নিয়ে জোর বিতর্ক
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিতর্ক যেন পিছু ছাড়ছে না রায়গঞ্জ স্টেশনের। এবার স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের প্যাসেঞ্জার শেডের উপর রায়গঞ্জ স্টেশনের বানান ভুল লেখা নিয়ে শুরু হল জোর বিতর্ক। স্থানীয়দের একাংশের অভিযোগ, রবিবার রাতে বিষয়টি প্রথম অনেকের নজরে আসে। সেখানে ইংরেজিতে রায়গঞ্জ বানান ভুল লেখা হয়েছে বলে হইচই শুরু হয়।
দিন দুয়েক আগে রায়গঞ্জ স্টেশনে যাত্রী চলাচলের রাস্তায় ‘আই লাভ রায়গঞ্জ’ লেখা হয়। সেটি এমনভাবে লেখা হয় যে, তাতে রায়গঞ্জ লেখাকে মাড়িয়ে যাত্রীদের যাতায়াত করার উপক্রম হয়। শেষপর্যন্ত বির্তকের মুখে পড়ে সেই লেখা মুছে ফেলে রায়গঞ্জ স্টেশন কর্তৃপক্ষ। ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
এবার স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের যাত্রী শেডে ইংরেজি হরফে লেখা রায়গঞ্জ বানানটি ভুল লেখা নিয়ে বিভিন্ন মহলে শোরগোল শুরু হয়েছে। এনএফ রেলের উচ্চপদস্থ আধিকারিকদের তরফে কোনও মন্তব্য পাওয়া না গেলেও এই বানান ভুলের প্রতিবাদ জানিয়েছেন রায়গঞ্জ শহরবাসী। দাবি উঠেছে অবিলম্বে ভুল বানান সংশোধন করার।
এ প্রসঙ্গে ডিভিশনাল রেলওয়ের ইউসার্স কনসালটেটিভ কমিটির (ডিআরইউসিসি) অন্যতম সদস্য তথা রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, স্টেশনের বানান ভুল কোনওভাবেই বাঞ্চনীয় নয়। এতে বিভ্রান্তি ছড়াবে। রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, জেলা সদরের মূল স্টেশন রায়গঞ্জ। এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় বানান ভুল হওয়াটা ঠিক নয়। তবে ভুল হতেই পারে। তবে সেটির দ্রুত সংশোধন না হলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যায়। নিজস্ব চিত্র