• ইটাহারে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: মাঠে ঘাস কাটতে গিয়েছিল কিশোরী। সেখান থেকে কিশোরীকে জোর করে কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ইটাহারের একটি গ্রামের এই ঘটনায় গ্রেফতার প্রতিবেশী রাজ্য বিহারের এক যুবক। লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতকে গ্রেফতার করে সোমবার আদালতে পেশ করে ইটাহার থানা। ধৃতের নাম সোহেল আলি। তার বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানা এলাকায়। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন আগে সোহেল বিহার থেকে মহানন্দার এপারে মামার বাড়ি ঘুরতে আসে। ইটাহারের ওই গ্রামে নাবালিকারও বাড়ি। অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর বিকেলে ওই নাবালিকা বাড়ির কিছুটা দূরে গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। তখন বাড়িতেই ছিলেন নাবালিকার মা এবং অসুস্থ বাবা। সেসময় সোহেলও মামার বাড়ির পাশে মাঠে ঘুরতে যায়। ফাঁকা মাঠে কিশোরীকে একা দেখতে পেয়ে অভিযুক্ত কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় কিশোরীর মুখ চেপে ধরে তাকে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে কিশোরীকে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত। কিন্তু কিশোরী বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মা-বাবাকে সমস্ত ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবার ও পরিজন অভিযুক্তকে আটক করে রাখে। এরপর নাবালিকার বাবা ইটাহার থানার দ্বারস্থ হন। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ইটাহার থানায় নিয়ে আসে। নাবালিকার বাবা বলেন, আমার ছোট মেয়ের সঙ্গে চরম অন্যায় কাজ করেছে অভিযুক্ত। ওর কঠোর শাস্তি চাই। পুলিশ সূত্রে খবর, এদিন ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ জেলা আদালত। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।  পুলিশ হেফাজতে ধৃত।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)