• ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ৪১ লক্ষ প্রতারণা, গ্রেফতার ব্যাংক ম্যানেজার
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল এপ্রিল মাসে। সেই মামলায় বেশ কয়েক জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ মহারাষ্ট্রের একটি কোঅপারেটিভ ব্যাঙ্কের মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আশা ক্রুশনা রাউত। তিনি মহারাষ্ট্রের করঞ্জার একটি ব্যাঙ্কের ম্যানেজার। ধৃতকে সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইমের এক আধিকারিক জানান, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারকরা টাকা হাতানোর পর ধৃত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করত। মহিলার ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১৭ লক্ষ ৬০ হাজার টাকার হদিশ পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকেও টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে কোথা থেকে এই টাকা এল জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীরা জেনেছেন, প্রতারকদের মিউল অ্যাকাউন্ট খুলতে সাহায্য করতেন মহিলা। যেখানে ডিজিটাল অ্যারেস্ট বা অন্য কোনওভাবে আদায় করা প্রতারণার টাকা জমা করা হতো। 

    প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল হাওড়ার এক বাসিন্দা হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ করেন, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তাঁর কাছে থেকে প্রতারকরা ৪১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর পুলিশ তদন্তে নেমে জানাতে পারে, প্রতারকরা চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বরের এক ব্যক্তিকে একই কায়দায় ভয় দেখিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর পুলিশ তদন্তে নেমে প্রথমে বেঙ্গালুরু থেকে এম কে বেণুগোপাল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে অসম, ঝাড়খণ্ড ও গুজরাত আরও ৬ জনকে পুলিশ গ্রেফতার করে। আর এবার এক মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম। চক্রের সঙ্গে যুক্ত বাকিদের 

    খোঁজ চলছে।      
  • Link to this news (বর্তমান)