• দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ চাকদহে
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: কয়েক মাস আগেই দীঘায় ধুমধাম করে উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। নিত্যদিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেই মন্দিরে প্রবেশ করছে হাজার হাজার মানুষ। তবে এবার আর জগন্নাথ মন্দির দেখতে দীঘাতেও ছুটতে হবে না। চাকদহ শহরে সিংহেরবাগান সংহতি সঙ্ঘের পুজো মণ্ডপে গেলেই সেই মন্দির দেখা যাবে। দীঘার মন্দিরের আদলেই এখানে মণ্ডপ তৈরি হচ্ছে। এবার তাঁদের ৫৮ বছরের পুজো। বাঁশ, কাঠ, প্লাইউড সহ বিভিন্ন জিনিস দিয়ে ১৬০ ফুট উঁচু এবং ৮০ ফুট চওড়া এই মণ্ডপ তৈরি হচ্ছে। এছাড়াও বিশেষ আলোকসজ্জা থাকছে মণ্ডপের ভিতরে ও বাইরে। উদ্যোক্তাদের দাবি, তাঁদের পুজোর বাজেট ৪৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। চাকদহ শহর থেকে নেতাজি বাজার যাওয়ার পথে ডান দিকে গোঁসাইদাস পাল অ্যাকাডেমির মাঠেই এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। পুজো কমিটির সম্পাদক স্বপন সিংহ বলেন, বৃষ্টির জন্য মণ্ডপ তৈরির কাজে বারবার বিঘ্ন ঘটেছে। তবে কাজ প্রায় শেষের পথে। আমাদের আশা, দর্শকদের মন জয় করবে এই মণ্ডপ। আর এই পুজো কমিটির সভাপতি তথা চাকদহ পুরসভার সদস্য শুভঙ্কর সিংহ বলেন, পুজোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।

    এছাড়াও চাকদহে বেশ কিছু ভালো পুজো হয়। তাদের মধ্যে একটি চাকদহ পুজো কমিটি। তাদের পুজোর বিশেষ আকর্ষণ ডাকের সাজের প্রতিমা। সেই প্রতিমা আসে স্থানীয় যশরা থেকে। বছরটা তাদের পুজোর ৬৭ তম বর্ষ। এক উদ্যোক্তা প্রণবকুমার রায় বলেন, মণ্ডপ ও প্রতিমার সঙ্গে থাকবে মানানসই আলোকসজ্জা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)