• ২ জায়গায় ভোটার তালিকায় নাম! বিজেপির অভিযোগ ওড়ালেন চেয়ারম্যান
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দু’টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল আধিকারীর! সম্প্রতি বিজেপি এই অভিযোগে সোচ্চার হয়েছে। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে গেরুয়া শিবির জানিয়েছে, নৈহাটি এবং বীজপুর—এই দু’টি বিধানসভাতেই ভোটার তালিকায় নাম রয়েছে কমলবাবুর। এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিংও। তিনি বলেছেন, ‘দু’জায়গায় নাম থাকার কারণে এই চেয়ারম্যানের বিরুদ্ধে এফ আই আর হবে না কেন?’

    তবে বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ চেয়ারম্যান। তিনি বলেন, ‘২০১১ সালের আগে আমি নৈহাটি বিধানসভা এলাকায় ছিলাম। পরে বীজপুর বিধানসভার ভোটার হই। আমি তখন নৈহাটি থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। তারা যদি নাম না কাটে, আমি কী করতে পারি? ২০১১ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, আমি বীজপুর বিধানসভা কেন্দ্রের ১৯৭ পার্টে ভোট দিয়েছি। তাছাড়া, আমার অধিকারী পদবিতে আমি ওয়াই লিখি। বিজেপি যে অভিযোগ করছে, সেখানে দেখা যাচ্ছে, আমার পদবির শেষে আই আছে। আসলে আমাদের উন্নয়নের কাছে হার মেনেছে ওরা। আমি যে কমিশনকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলাম, তার নথি আমার কাছে রয়েছে। তাই এসব করে কোনও লাভ হবে না।’ 
  • Link to this news (বর্তমান)