• তৃণমূল ব্লক সভাপতিকে নিয়ে অসন্তোষ, বারাসতে বিক্ষোভ
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত ২ নম্বর ব্লক সভাপতিকে ঘিরে তৃণমূলের অন্দরে বাড়ছে অসন্তোষ। দলীয় নেতৃত্বের একটি বড় অংশ এক্ষেত্রে ‘স্বজনপোষণ’ করছে বলে ফুঁসছেন নিচুতলার কর্মীরা। তারই বহিঃপ্রকাশ দেখা গিয়েছে রবিবার রাতে। বসিরহাট সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন ও চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ করেন ব্লকের নেতা-কর্মীদের একটা বড় অংশ। ছিলেন একাধিক পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অঞ্চলের নেতৃত্বরা। পরে নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব সামলাচ্ছিলেন শম্ভু ঘোষ। তাঁর মৃত্যুর পর পদে কে বসবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমল থেকেই এই ব্লকে তৃণমূলের ‘চালিকাশক্তি’ বারাসতের নেতারা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক নারায়ণ গোস্বামী ও জ্যোতিপ্রিয় মল্লিকরা এই ব্লক পরিচালনা করতেন। বামেরা যখন মধ্য গগনে, সেই সময় থেকেই বারাসতের নেতৃত্ব এলাকায় তৃণমূলের ভিত শক্ত করেন। ফলে এই ব্লকের সভাপতি হওয়ার ক্ষেত্রে বারাসতের নেতৃত্বদের বিশেষ গুরুত্ব দিতে চাইছে দলের উচ্চনেতৃত্ব। সেই জন্য কয়েকদিন আগে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বারাসতের নেতারা এই ব্লকে তৃণমূলের একটি কোর কমিটি গঠন করে দেওয়ার প্রস্তাব দেন। কারণ, এখনই এই ব্লকে কাউকে সভাপতি করলে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে আঁচ করেই সভাপতি এখনই চূড়ান্ত না করার পক্ষে সায় দিয়েছেন নেতারা। সূত্রের খবর, সেইমতো কোর কমিটিতে কাদের রাখা হবে, বারাসতের নেতাদের কাছে তার তালিকা চেয়েছিলেন অভিষেক।   

    বারাসত ২ ব্লকের একটা অংশ তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার মধ্যেও পড়ে। সেই জায়গায় বসিরহাটের নেতৃত্ব ব্লকে সভাপতি করার জন্য এক পঞ্চায়েত প্রধানের নাম প্রস্তাব করেন বলেই সূত্রের খবর। আর তাতেই রুষ্ট দলের নিচুতলার কর্মীরা। তাদের ক্ষোভ, ব্লকের চালিকাশক্তি যখন চাইছে এখানে কোর কমিটি হোক, সেই জায়গায় বসিরহাটের নেতৃত্ব কেন সভাপতি চাইছেন এক বিধায়কের ছায়াসঙ্গী প্রধানকে। জেলা সভাপতি ও চেয়ারম্যানের কাছে তাদের সাফ দাবি, কোনও ব্যক্তি নয়, দলকে গুরুত্ব দেওয়া হোক। নাহলে আগামীদিনে মানুষের কাছে খারাপ বার্তা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানিয়েছেন, বসিরহাটের নেতারা বিক্ষোভের ঘটনার পর বুঝতে পেরেছেন সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভুল পন্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা সভাপতি লিটন ও সরোজ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (বর্তমান)