এক ক্লিকে শহরের পুজোর দিক নির্দেশনা, ‘পুজো বন্ধু’ অ্যাপ লঞ্চ লালবাজারের
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারে দুর্গাপুজোর মণ্ডপ ভ্রমণের ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই। এক ক্লিকের জানা যাবে শহরের পুজোর দিকনির্দেশ। একইসঙ্গে মিলবে পার্কিং লটের তথ্যও। প্রতিপদে নয়া উদ্যোগ নিল লালবাজার। সোমবার পুলিশ ট্রেনি স্কুলের অডিটোরিয়ামে দুর্গাপুজোর উপলক্ষ্যে নয়া অ্যাপ লঞ্চ করেন কলকাতার পুলিশ কমিশনার। অ্যাপটির নাম ‘পুজো বন্ধু’। এদিনের অনুষ্ঠানে ট্রাফিক রিভিউ বুলেটিন, দুর্গাপুজোর গাইড ম্যাপেরও উদ্বোধন করেন তিনি।
অন্যদিকে, দুর্গাপুজোর সময় শহরবাসীকে সাইবার অপরাধের বিষয়ে সচেতন করতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে সাইবার ক্রাইম শাখা। এদিন কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সাইবার সেলের এক আধিকারিক বলেন, ‘এ বছর বড় কয়েকটি পুজো মণ্ডপের সামনে ‘সাইবার সেফ দুর্গাপুজো’ কিয়স্ক থাকবে। সেখান থেকে সচেতনতামূলক লিফলেট বিলি করা হবে। ডিজিটাল মাধ্যমেও ওই লিফলেট পাওয়া যাবে।’ সাইবার সচেতনতার ওপর একটি ভিডিও বানিয়েছে পুলিশ। প্রতিটি পুজো মণ্ডপের সামনে জায়ান্ট স্ক্রিনে সেই ভিডিও চালানো হবে। নানারকমের সাইবার অপরাধ, প্রতারণার কৌশল, বাঁচার উপায় ইত্যাদি তথ্য থাকবে। ওই আধিকারিক বলেন, ‘আমরা কলকাতা পুলিশের ওয়েবসাইটের সঙ্গে একটি ওয়েবপেজ সংযুক্ত করেছি। সেখানে প্রতিটি ডিভিশনের সাইবার সেলের ঠিকানা, যোগাযোগ নম্বর ও ইমেল আইডি রয়েছে। এছাড়া সাইবার অপরাধ দমন করতে পুলিশের পদক্ষেপ ও নিত্যনতুন প্রতারণার ধরণ সম্পর্কে মানুষকে অবগত করা হবে।’ এদিন ‘সাইবার সেফ দুর্গাপুজো’ টিশার্টের উদ্বোধন করেন নগরপাল–সহ লালবাজারের অন্য শীর্ষ কর্তারা। তাতে থাকছে একটি কিউ আর কোডও। সেটি ক্লিক করলেই কলকাতা পুলিশের সাইবার বিভাগের যাবতীয় তথ্য তালাশ করতে পারবেন সাধারণ মানুষ।