পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তরুণীকে অচৈতন্য করে ধর্ষণ
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠান্ডা পানীয়ে মাদক জাতীয় কিছু মিশিয়ে খাওয়ানোর পর সংজ্ঞাহীন করা হয় এক তরুণীকে। এরপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী ধর্ষণের সেই ঘটনার ভিডিও করে রাখা হয় বলেও অভিযোগ। ওই তরুণীর তরফে ইতিমধ্যেই আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ ধর্ষণ সহ একাধিক ধারায় কেস রুজু করেছে। অভিযোগ হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০১৮ সালে আনন্দপুরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে যুবকের সমাজমাধ্যমে পরিচয় হয়। ফোন নম্বর আদানপ্রদান করার পর নিয়মিত কথা হতো দু’জনের। ওই তরুণী প্রণয়ঘটিত সম্পর্কে জড়ান যুবকের সঙ্গে। এরপর তাঁকে অভিযুক্ত যুবক মেটিয়াবুরুজে নিজের বাড়িতে নিয়ে যান। বিয়ে করবেন বলেও জানান। কিন্তু তরুণীর অভিযোগ, ২০২০ সালে তাঁকে মেটিয়াবুরুজে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। তার আগে তাঁকে নরম পানীয় দেওয়া হয়। সেটি খাওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। অচৈতন্য অবস্থাতেই তাঁকে ধর্ষণ করা হয়।
পরে এমনকী জোর করে তাঁর গর্ভপাত করান অভিযুক্ত। তারপরেও একাধিকবার তাঁকে ধর্ষণ করেন ওই যুবক। সম্প্রতি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন অভিযুক্ত। এমনকী তাঁর ফোনও ধরতেন না। এরপরই তিনি ১৫ সেপ্টেম্বর আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ কেস রুজু করে। অভিযোগকারিণী তরুণীর মেডিকেল পরীক্ষা করানো হয়।
অভিযুক্তের সন্ধানে পুলিশ মেটিয়াবুরুজে গেলেও ওই যুবককে পাওয়া যায়নি।