• রাস্তা পারাপারে সাহায্যের নামে ৫০ হাজার কেপমারি, ধৃত এক
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চারু মার্কেট থানার দেশপ্রাণ শাসমল রোডে ৫০ হাজার টাকা এবং ৩টি মোবাইল কেপমারি হয়েছিল। তাতে জড়িত থাকার অভিযোগে জয়নগর থানার দক্ষিণ বারাসত থেকে একজনকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতের নাম মহম্মদ খুরশিদ আলম (৪৬)। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

    লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ঘটনার সূত্রপাত চলতি মাসের ১২ তারিখে। সত্তর বছরের এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করার অছিলায় তাঁর ব্যাগ হাতিয়ে নেন ওই অভিযুক্ত। ওই ব্যাগের মধ্যে নগদ ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল এবং ব্যাঙ্কের পাশবই ছিল। ঘটনার পরদিন স্থানীয় চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই বৃদ্ধ। তদন্তে নেমে কলকাতা পুলিসের ওয়াচ শাখার গোয়েন্দারা দক্ষিণ বারাসত থেকে অভিযুক্ত মহম্মদ খুরশিদ আলমকে গ্রেফতার করেন।

    গোয়েন্দাদের দাবি, অতীতেও এই একই কায়দায় কেমপারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ওই প্রৌঢ়। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা খোয়া যাওয়া টাকার মধ্যে ৪২ হাজার টাকা, মোবাইল উদ্ধার করেছেন। 
  • Link to this news (বর্তমান)