• POK দখলের আগে ম্যাচ? ফের প্রশ্ন তুললেন অভিষেক
    এই সময় | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: পাকিস্তান যতদিন সীমান্তপারের সন্ত্রাসবাদে মদত দেবে, তত দিন তাদের সঙ্গে ক্রিকেট ম্যাচ না খেলার পক্ষে আগেই সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বিস্তর টা‍নাপড়েনের পরে এশিয়া কাপে ভারত–পাক ম্যাচে অংশগ্রহণের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

    কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে মোদী সরকার সিন্ধু জলচুক্তি বাতি‍ল করেছিল। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। এই অবস্থান নেওয়ার পরেও ভারত ও পাকিস্তানের মধ্যে কেন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রশ্ন ফের তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সোমবার অভিষেক বলেন, ‘অপারেশন সিঁদুরের সময়ে (বিজেপি) বলেছিল রক্ত ও জল এক সঙ্গে বইতে পারে না। তা হলে এখন পাকিস্তানের সঙ্গে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন? কীসের জন্য? পাক অধিকৃত কাশ্মীরকে তো আগে দেশের দখলে আনতে হবে। রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী বলে দিয়েছেন, এই বিষয়ে (বৈদেশিক নীতি) কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, আমরা তাকে সমর্থন করব। এটা যে দ্বিচারিতা, ভণ্ডামি তা তো প্রমাণিত।’

    তাৎপর্যপূর্ণ ভাবে মরক্কোর রাবাতে একটি অনুষ্ঠানে ভারতীয় সময় রবিবার রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেই পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেন, ‘পিওকে নিজের থেকেই আমাদের (ভারতের) হবে।’

    তাঁর সংযোজন, ‘পাঁচ বছর আগে কাশ্মীরে ভারতীয় সেনার একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ (পাকিস্তানে) করার প্রয়োজন নেই। এটা আমাদেরই। পিওকে (এখানকার মানুষ) নিজের থেকেই বলবে, ম্যায় ভি ভারত হুঁ। সেই দিন আসবে।’

    ‘অপারেশন সিঁদুর’ পার্ট–২ অথবা পার্ট–৩ আগামী দিনে দেশ দেখবে কি না, এই প্রসঙ্গে রাজনাথের বক্তব্য, ‘এটা সবটাই নির্ভর করছে ওদের (পাকিস্তানের) আচরণের উপরে। ওরা যদি জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়, তা হলে মুখের মতো জবাব পাবে।’

    এই টানাপড়েনের মধ্যেও ভারত–পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে বিজেপি যুক্তি খাড়া করেছে, বিসিসিআই একটি স্বশাসিত সংস্থা। সেই সংস্থার সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করে না। যদিও বিজেপি নেতৃত্বের এই যুক্তি উড়িয়ে দিয়েছে বিরোধীপক্ষ।

    ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে অভিষেক সর্বদলীয় টিমের সদস্য হিসেবে পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গিয়েছেন। সেই সময় থেকেই অভিষেক সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ খেলার বিরোধিতা করেছেন। এখন বিজেপি উল্টো অবস্থান নেওয়ায় অভিষেক তাঁদের ‘ভণ্ড’ বলে কটাক্ষ করেছেন বলে তৃণমূল নেতাদের বক্তব্য।

  • Link to this news (এই সময়)