রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। সোমবার রাত থেকে টানা বৃষ্টির জেরে শহরের একাধিক জায়গার রাস্তাঘাট জলমগ্ন। জলের তলায় রেল লাইনও। এর মধ্যেই মঙ্গলবার সকালে শহরে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। বেনিয়াপুকুর, গড়িয়াহাট, নেতাজিনগর, কালিকাপুর ও একবালপুর থানায় ৫ জনের মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঝবয়সি এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পেশায় ফল বিক্রেতা ওই ব্যক্তি মঙ্গলবার সকালে জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। সেই সময়ে তিনি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় জমা জলের উপরেই ওই ফল বিক্রেতার দেহ পড়েছিল। শর্ট সার্কিটের কারণে এলাকায় দমকলও ঢুকতে পারছে না। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার জন্য সিইএসই (CESE)-কে খবর দেওয়া হয়েছে।
অন্য দিকে, কালিকাপুর, গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেস ও বেনিয়াপুকুরে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ একবালপুর থানা এলাকায় জিতেন্দ্র সিং (৬০ বছর) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।