• দিনেদুপুরে নাবালিকাকে অপহরণ, কসবা থেকে গ্রেপ্তার অধ্যাপিকা
    আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় পাঁচ বছরের শিশু নাবালিকা অপহরণের কাণ্ডে গ্রেপ্তার কলেজের সহ অধ্যাপিকা সহ তিন। দমদমে নাবালিকা অপহরণের কাণ্ডে শহর জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এবং সোমবার গ্রেপ্তার করা হয় কলেজের সহ-অধ্যাপিকা সহ তিনজনকে। উল্লেখ্য, দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে অপহৃত পাঁচ বছরের এক নাবালিকাকে এদিন সকালে কসবা থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা যায়, মামলা দায়ের করার পর সোমবার ভোরে প্রায় ৬টা নাগাদ কসবা রোডের ১৯২জি ঠিকানা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়।

    জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে রয়েছেন অরুণিমা চন্দা (৫২), সোনারপুর থানার বাসিন্দা, অনুষ্কা চন্দা চৌধুরী (২০), সোনারপুর থানার বাসিন্দা এবং অনুপভা চন্দা (৪৪), কসবা থানার বাসিন্দা। জানা গিয়েছে, ঘটনার অন্যতম অভিযুক্ত অরুণিমা চন্দা একটি কলেজের সহকারী অধ্যাপক, যা পুরো ঘটনায় নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে খবর, যে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে সে পরিবারের সঙ্গে রাস্তাতেই থাকত। মেয়েক খুঁজে না পেয়ে তারা পুলিশকে তাদের অপহৃত হওয়ার ঘটনার অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে বিশ্বকর্মা পুজোর দিন। সোমবার সকালে অবশেষে সেই শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশ। অপহৃত শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    তবে এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্ত সহ-অধ্যাপিকা অরুণিমা সহ বাকিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনার মোটিভ এখনো ক্লিয়ার নয়। কী কারণে ওই সহ অধ্যাপিকা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তা জানতে তদন্ত জারি রাখা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য প্রকাশ্যে আসবে বলেই পুলিশ জানিয়েছে। গত ১৬ তারিখ দমদম স্টেশনের বাইরে থেকে অপহরণ করা হয় এক নাবালিকাকে। তদন্ত নামে সিঁথি থানার পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় তিনজনে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। পুলিশের অনুমান ছিল অপহরণের পিছনে চেনা কেউ যুক্ত রয়েছে। তদন্তে নেমে এদিন গ্রেপ্তার করা হয় ওই সহ অধ্যাপিকা সহ তিনজনকে।
  • Link to this news (আজকাল)