• জলমগ্ন কলকাতায় পরিস্থিতি ভয়াবহ, গত কয়েকঘণ্টায় শহরের কোথায় কতটা বৃষ্টি হল? দেখুন একনজরে...
    আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত পাঁচ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি শহরে। তথ্য, এর আগে, এত কম সময়ে এই তুমুল বৃষ্টি এবং এই ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি এর আগে দেখেনি এই শহর। তার মধ্যে পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেল। কোমর জলে ডুবে গাড়ি, একাধিক জায়গায় এক তলায় জল ঢুকেছে হুহু করে। বিভিন্ন এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা।

    এর মাঝেই সামনে এসেছে বৃষ্টির তথ্য। হাওয়া অফিস জানাচ্ছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। শহরের কোন এলাকায় কতটা বৃষ্টি হল গত কয়েকঘণ্টায়? একাধিক সূত্রের তথ্য-

    কামডহরি(গড়িয়া)- ৩৩২ মি.মি বৃষ্টিপাত হয়েছে। যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কালিঘাট- ২৮০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  তপসিয়া- ২৭৫ লিমিমিটার বৃষ্টিপাত হয়েছে। বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চেতলা- ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মোমিনপুর- ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পামার বাজার- ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ধাপা- ২১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কুদঘাট- ২০৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাগলাডাঙ্গা‌ (ট্যাংরা)- ২০১ মি. মি বৃষ্টিপাত হয়েছে।  কুলিয়া (ট্যাংরা)- ১৯৬মি.মি বৃষ্টিপাত হয়েছে।  ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

    সোমবার রাত্রি থেকে বৃষ্টি শুরু। একনাগাড়ে বৃষ্টি চলছে মঙ্গল সকালেও। কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে ডুবেছে শহর। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা একপ্রকার জলের তলায়। জলমগ্ন গোটা সল্টলেক চত্বর এবং পার্শ্ববর্তী এলাকাও। মঙ্গলবার শহরের দিকে তাকালেই দেখা যাচ্ছে, মানিকতলা থেকে মুদিয়ালি, সর্বত্র কোমর জল। ডুবে গিয়েছে রাস্তা-ঘাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো জলের তলায়। লাইনে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন, মেট্রো চলাচল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরবাসী মনে করতে পারছেন না, প্রতি বর্ষায় কম বেশি জলযন্ত্রণা হলেও, শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে শহর। 

    প্রবল বর্ষণ পরিস্থিতিতে, রেলের তরফে জানানো হয়েছে, মুষলধারে বৃষ্টিপাতের কারণে হাওড়া স্টেশন ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ স্টেশন ইয়ার্ড, চিতপুর উত্তর কেবিন, বিভিন্ন গাড়ি শেড এবং শিয়ালদহ ইয়ার্ডের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের রেল লাইনে জল জমেছে। জমে থাকা জল বের করার জন্য বেশ কয়েকটি জায়গায় জল পাম্প বসানো হয়েছে, কিন্তু সংলগ্ন সিভিল এলাকা থেকেও জল জমে যাওয়ায় জল বের করার প্রক্রিয়া জারি থাকলেও জল পুনরায় রেলওয়ে ইয়ার্ডে ফিরে আসছে। 

    রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বিচারে, মঙ্গলবার সকালে কিছু শহরতলির ট্রেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু জায়গায় পরিস্থিতি বিচারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কলকাতা থেকে ১৩১১৩ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে ১৩১৭৭ শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। জল জমার কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগে ট্রেন চলাচল বন্ধ করা হয় সকালের দিকে। ট্র্যাক এবং চিৎপুর ইয়ার্ডে জল জমার কারণে সার্কুলার রেলওয়ে লাইনে ট্রেন চলাচল বন্ধ।

     
  • Link to this news (আজকাল)