• রেহাই নেই! আজও শহরে বৃষ্টির সম্ভাবনা, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপের কারণে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় গতকাল, সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে। জল জমেছে শহরের বিভিন্ন রাস্তায়। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তথা পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে। যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরে, প্রায় ২৫১.৪ মিমি। আজ, মঙ্গলবারও শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কয়েকদফায় হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন শহরের আকাশ থাকবে পুরোটাই মেঘলা। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। শহরে মাত্র কয়েকঘণ্টাতে ভারী বৃষ্টি হওয়ায় চিন্তিত সকলেই। বিশেষ করে পুজো মণ্ডপগুলিতে জল জমে যাওয়ায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক।  
  • Link to this news (বর্তমান)