• ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হাওড়া পুর এলাকা, জল জমেছে একাধিক রাস্তায়, কার্যত অবরুদ্ধ দ্বিতীয় হুগলি সেতু
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিম্নচাপের জেরে গতকাল, সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা থেকে সকাল ছ’টা পর্যন্ত টানা বর্ষণে বিপর্যস্ত হাওড়া। ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শহরে। ৫০টি ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি বিপর্যস্ত। জলে ভাসছে বেনারস রোড, বেলিলিয়াস রোড, পঞ্চাননতলা রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, শৈলেন মান্না সরণি। সব থেকে খারাপ অবস্থা মধ্য হাওড়ার। বড় বড় বেশ কয়েকটি পুজো মণ্ডপ জলের তলায়।জরুরি ভিত্তিতে সমস্ত পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে হাওড়া পুরসভা। কিন্তু বেলা বারোটা থেকেই গঙ্গায় শুরু হবে জোয়ার। তখন পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নবান্নের আশপাশ এলাকা পুরোপুরি জলের তলায়। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা ব্যাহত। বাতিল একাধিক ট্রেন। দ্বিতীয় হুগলি সেতু পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্রিজ থেকে হেস্টিংসের দিকে গাড়ি নামতে পারছে না।
  • Link to this news (বর্তমান)